X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাশ্মিরি অ্যাক্টিভিস্ট শেহলা রশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক শিক্ষার্থী ও কাশ্মিরি অ্যাক্টিভিস্ট শেহলা রশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। কাশ্মিরিদের ওপর নৃশংসতা চালাচ্ছে সেনাবাহিনী, এমন অভিযোগ এনে ১৮ আগস্ট একাধিক টুইট করেন তিনি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এ ঘটনায় শুক্রবার দিল্লি পুলিশের স্পেশাল সেলে শেহলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কাশ্মিরি অ্যাক্টিভিস্ট শেহলা রশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে।

শেহলা রশিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ ধারায় দেশদ্রোহিতা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানোর দায়ে ১৫৩, ১৫৩-এ, ৫০৪ এবং ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব। সেই সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনেও মামলা দায়ের করা হয় কাশ্মির পিপল’স পার্টির নেতা শেহলার বিরুদ্ধে।

কাশ্মিরে বেসামরিক জনগণের ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনী নিপীড়ন চালাচ্ছে ও মানবাধিকার লঙ্ঘন করছে- এ অভিযোগ তুলে ১৮ আগস্ট একগুচ্ছ টুইট করেন রাজনৈতিক কর্মী শেহলা রশিদ। ওই টুইটগুলোতে তিনি বলেছেন, কাশ্মিরের একাধিক এলাকায় সেনাবাহিনী রাতে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করছে, খাবারদাবার নষ্ট করছে ও নির্বিচারে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সোপিয়ানে চারজনকে তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনী শুধু অত্যাচারই করেনি, মাইক লাগিয়ে তাদের আর্তনাদ এলাকাবাসীকে শুনিয়ে আতঙ্ক তৈরি করেছে। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়।

শেহলা জানান, সেনাবাহিনীর আচরণের বিরুদ্ধে যা যা তিনি লিখেছেন, সেসব তথ্য সেখানকার ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলেই সংগ্রহ করেছেন। নিরপেক্ষ তদন্ত হলে ঘটনাগুলোর সত্যতা বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন।

ভারতীয় সেনাবাহিনী শেহলার অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ ও ‘অসমর্থিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছে। কাশ্মিরের শান্তি বিনষ্ট করতে ভুয়া সংবাদ ছড়িয়েছেন বলেও অভিযোগ করেছে এ বাহিনী।

কাশ্মিরের পরিস্থিতি নিয়ে মন্তব্যের জন্য শেহলা রশিদের বিরুদ্ধে এর আগে ফৌজদারি অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব। ভারত সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগে ওই সময় তিনি তাকে গ্রেফতারেরও দাবি জানান।

/এইচকে/এএ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ