X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবিলায় রবিবার ভারতে ‘জনতা কারফিউ’

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২০, ২২:৩৮আপডেট : ১৯ মার্চ ২০২০, ২৩:১৫

ভারতে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে ‘জনতা কারফিউ’ জারি করা হয়েছে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কারফিউ জারির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারী মোকাবিলায় ভারত কতটা প্রস্তুত তা পরীক্ষার জন্য রবিবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কারফিউ জারি করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

করোনা মোকাবিলায় রবিবার ভারতে ‘জনতা কারফিউ’

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব মানুষকে জনতা কারফিউ পালন করতে হবে। এ সময় কেউ বাড়ি থেকে বের হবেন না। নিজেদের বাড়িতে থাকবেন। জনগণের জন্য জনতা কারফিউ। রবিবার সকালে সাইরেন বাজিয়ে জনতা কার্ফুর সূচনা করতে হবে রাজ্যগুলোকে।

মোদি আরও বলেন, ‘আপনারা যদি ভাবেন আপনি করোনা আক্রান্ত হবেন না,  সব জায়গায় ঘুরে বেড়াবেন, তাহলে তা ঠিক না। আপনি নিজে বিপদ ডেকে আনছেন। এই কয়টা দিন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। বাড়িতে থেকে প্রয়োজনীয় কাজ করুন। ভিড় এড়িয়ে চলুন। অফিসের কাজ বাড়িতেই করুন।’

ভারতীয় প্রধানমন্ত্রী বললেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ পরিস্থিতি। মানবসভ্যতা সংকটে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, আপনাদের কাছে কিছু সময় চাইছি। এখন সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।’

করোনা মোকাবিলায় নিয়োজিতদের ধন্যবাদ জানানোর আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘গত ২ মাস ধরে হাসপাতাল, বিমানবন্দরসহ জরুরি পরিষেবায় নিয়োজিত লাখ লাখ লক্ষ মানুষ দিন-রাত এক করে কাজ করছেন। নিজেদের দিকে খেয়াল না রেখে নিরন্তর কাজ করে চলেছেন। ২২ মার্চ বিকেল ৫টায় আমরা দরজা, বারান্দা, জানলার সামনে দাঁড়িয়ে ঘণ্টা বাজাব বা হাততালি দেব তাদের জন্য। এভাবেই তাদের স্যালুট জানাব।’

উল্লেখ্য, রবিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ জন।  

 

 

/এএ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড