X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সেনা প্রত্যাহারে গতি আনতে সম্মত ভারত ও চীন

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২২:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৭
image

পূর্ব লাদাখ সীমান্তের উত্তেজনা নিরসন এবং নয় মাসের অচলাবস্থা নিরসনের লক্ষে ভারত ও চীনের মধ্যে নবম ধাপের আলোচনাকে ইতিবাচক, বাস্তবসম্মত এবং গঠনমূলক আখ্যা দিয়েছে দিল্লি। সোমবার সন্ধ্যায় ভারতের সরকারি সূত্র জানিয়েছে, সম্মুখসারির সেনা প্রত্যাহারে শিগগিরই গতি আনতে উভয় পক্ষের সামরিক কমান্ডাররা সম্মত হওয়ার মধ্য দিয়ে আলোচনা শেষ হয়েছে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। এ নিয়ে বিগত নয় মাস ধরেই উভয় পক্ষের মধ্যে সীমান্ত উত্তেজনা চলছে। এরইমধ্যে সোমবার জানা গেছে, গত বুধবারে নতুন করে বিরোধপূর্ণ এলাকায় সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সামরিক বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হয়েছে। তবে ভারতের সেনাবাহিনী বলছে, বুধবারের 'সামান্য' ওই ঘটনাটি 'সমাধান' করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ভারত সরকারের তরফে জানানো হয়, আগের দিন চীনের অভ্যন্তরে মোলদো-চোসুল পয়েন্টে ১৫ ঘণ্টা বৈঠক করেছে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা। পারস্পারিক বিশ্বাস এবং বোঝপড়া জোরালো হওয়ায় উভয় পক্ষ সেনা প্রত্যাহারের কাজে গতি আনায় সম্মত হয়েছে।

উল্লেখ্য, ভারত ও চীনের সামরিক কর্মকর্তা পর্যায়ের অষ্টম ধাপের আলোচনা গত নভেম্বরে অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় সেনা প্রত্যাহারে সংক্রান্ত মনোভাবের গঠনমূলক এবং গভীর বিনিময় হয়।

বর্তমানে লাদাখ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি নিয়ে মোতায়েন রয়েছে ভারতের প্রায় ৫০ হাজার সেনা সদস্য। চীনও একই পরিমাণ সেনা মোতায়েন রেখেছে। গত শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চীন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তার দেশও কোনও সেনা প্রত্যাহার করবে না।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে ড্রাই ডক
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে