X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ভারতে প্রথম ডোজ নেওয়ার পরও আক্রান্ত ২১ হাজার

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ২২:৪৯আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৫২

ভারতে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার পরও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। আর দুটি ডোজ নেওয়ার পর আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি। বুধবার ভারতের কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এই বিষয়টি জানা গেছে।

এক সংবাদ সম্মেলনে আইসিএমআর-এর মহাপরিচালক বলরাম বারগভা জানান, কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া ১৭ লাখ ৩৭ হাজার ১৭৮ জন মানুষের মধ্যে ০.০০৪ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৫৪ জনের মধ্যে আক্রান্তের হার ০.০০৩ শতাংশ।
বারগভা জানান, ভ্যাকসিন নেওয়ার ফলে সংক্রমণের ঝুঁকি কমে এবং মৃত্যু ও গুরুতর সংক্রমণ এড়ানো যায়। তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার পর কেউ যদি আক্রান্ত হন তাহলে এটিকে ব্রেকথ্রু ইনফেকশন হিসেবে বলা হয়।

তিনি জানান, এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ কোভ্যাক্সিন ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ৯৩ লাখ ছিল প্রথম ডোজ। এদের মধ্যে ৪ হাজার ২০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা প্রতি দশ হাজারে চার জন। দ্বিতীয় ডোজ নেওয়া ১৭ লাখ ৩৭ হাজার ১৭৮ জনের মধ্যে ৬৯৫ জন আক্রান্ত হয়েছেন।

কোভিশিল্ডের ১১ কোটি ৬০ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ নেওয়া ১০ কোটির মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৪৫ জন। প্রতি দশ হাজারে ২ জন। দুটি ডোজ নেওয়া ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৫৪ জনের মধ্যে ৫ হাজার ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বারগভা জানান, প্রতি দশ হাজারে দুই থেকে চার জন ব্রেকথ্রু সংক্রমণ ঘটেছে। যা খুব ক্ষুদ্র সংখ্যা। স্বাস্থ্যকর্মীরা পেশাগত বিভিন্ন জটিলতায় থাকার কারণে এসব সংক্রমণ হয়ে থাকতে পারে। এটি নিয়ে উদ্বেগের কিছু নেই।

সরকারের দেওয়া তথ্য অনুসারে, দুটি ভ্যাক্সিনের দুই ডোজ নেওয়ার পর ৫ হাজার ৭০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভারতের নিতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল উল্লেখ করেন, ভ্যাকসিন নেওয়ার পরও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আমরা সবাইকে বলছি ভ্যাকসিন নিলেও কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য।

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ
বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও