X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিমার অর্থ হাতিয়ে নিতে নিজেকেই মৃত দেখালেন তিনি

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৭:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:২৯

যুক্তরাষ্ট্র থেকে বিমার অর্থ হাতিয়ে নিতে নিজেকে মৃত দেখানোর ফন্দি এঁটেছিলেন একজন ভারতীয় নাগরিক। নিজের পরিকল্পনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোবরার বিষ দিয়ে একজনকে হত্যাও করেন। সহযোগীদের দিয়ে প্রচার করেন, সাপের বিষে আসলে তার নিজের মৃত্যু হয়েছে। তাই তার পরিবার বিমার অর্থের যৌক্তিক দাবিদার। তবে শেষ রক্ষা হয়নি। বিমা প্রতিষ্ঠানটির অনুরোধে তদন্তে নেমে পুরো ঘটনা ফাঁস করে পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। সোমবার ভারতের আহমেদনগরের এসপি মনোজ পাতিল তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, অভিনব কৌশলের খুনের ছক কষেছিলেন প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে। ৫৪ বছরের প্রভাকর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বাস করতেন। গত জানুয়ারি মাসে দেশে ফিরে মহারাষ্ট্রের আহমেদনগরে বসবাস শুরু করেন। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের একটি জীবন বীমা কোম্পানি থেকে তার নামের সাড়ে ৩৭ কোটি রুপি আদায়ের ছক কষতে থাকেন।

পরিকল্পনার ফলস্বরূপ কোবরার বিষের আইডিয়া মাথায় আসে তার। এই বিষ দিয়ে এক ব্যক্তিকে খুন করে, নিজের নামে চালানোর চেষ্টা করেন। গত এপ্রিল মাসে স্থানীয় হাসপাতাল থেকে থানায় খবর আসে কোবরার ছোবলে প্রভাকরের মৃত্যু হয়েছে।

তখন তদন্তে নেমে জানা যায়, প্রভাকরের ভাগ্নের পরিচয়ে প্রবীণ নামে এক ব্যক্তি মৃতদেহকে প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে হিসেবে শনাক্ত করেন। স্থানীয় একজন ব্যক্তি একইভাবে শনাক্ত করে। ফলে প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরকে মৃত বলেই ঘোষণা করে হাসপাতাল ও পুলিশ।

এরপরই প্রভাকরের পরিবারের তরফে জীবন বীমার অর্থ চাওয়া হয় যুক্তরাষ্ট্রের ওই কোম্পানির কাছে। কিন্তু কোম্পানি অর্থ দেওয়ার আগে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় পুলিশের কাছে তদন্তের দাবি জানায়। এ দফায় তদন্তে নামার পরই সামনে আসে আসল ঘটনা।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায়, কোনও রকম সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে প্রভাকরের বাড়িতে একটি অ্যামবুলেন্সকে আসতে দেখা গেছে। সন্দেহ হয় পুলিশের। স্থানীয় যে ব্যক্তি প্রভাকরকে মৃত বলে শনাক্ত করেছিলেন তার খোঁজ চালায় পুলিশ। জানা যায়, করোনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরে প্রভাকরের স্বজনদের খোঁজ শুরু করে পুলিশ। সেখান থেকে ফোন নম্বর জোগাড় করে ট্র্যাক করতেই বেরিয়ে আসে প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে জীবিত।

পুলিশ জানিয়েছে, সেই সময় প্রভাকরের মৃতদেহ হিসেবে যার কথা বলা হয়েছিল তার নাম নাবন্থ যশবন্ত আনাপ, বয়স ৫০ বছর। একই এলাকায় প্রভাকরের সঙ্গে বাস করতেন তিনি। ঘটনার দিন প্রভাকর জোর করে ডেকে পাঠায় আনাপকে। সেখানে তাকে অজ্ঞান করে পায়ে কোবরার বিষ দেওয়া হয়।

এই ষড়যন্ত্রের পেছনে থাকা প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে আরও চারজন যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তাদেরকে ৩৫ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রভাকর। সূত্র: ভিওএ।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া