X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘পাকিস্তানের বিজয় উদযাপন রাষ্ট্রদ্রোহিতা’

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১৪:০৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:১৭

টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় উদযাপন করা তিন কাশ্মিরি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। উত্তর প্রদেশের আগ্রা থেকে বুধবার তাদের আটক করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়ের এক টুইট বার্তায় বৃহস্পতিবার সকালে বলা হয়েছে, যারা পাকিস্তানের বিজয় উদযাপন করেছে তারা রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত হবে।

আটক তিন জনই আগ্রার রাজা বলবন্ত সিং কলেজের প্রকৌশল বিদ্যার শিক্ষার্থী। আরশিদ ইউসুফ এবং ইনায়াত আলতাফ শেখ কলেজের তৃতীয় বর্ষের এবং শওকত আহমেদ গানাই চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তাদের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে মাঠপর্যায়ে শত্রুতায় উসকানি দেওয়া এবং সাইবার সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে বলে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইট বার্তায় ইঙ্গিত মিলেছে।

গত সোমবার ওই শিক্ষার্থীদের কলেজ থেকেই বহিষ্কার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ‘পাকিস্তানের পক্ষে স্ট্যাটাস পোস্ট করে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার’ প্রমাণ মিলেছে। একই ধরনের অভিযোগে উত্তর প্রদেশে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে তিন জনকে বেরেইলি থেকে আর অপর একজনকে লখনৌ থেকে আটক করা হয়েছে।

আগ্রার পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, ‘ম্যাচের পরই বিষয়টি সামনে আসে, দেশবিরোধী মন্তব্য করা হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি আর একটি মামলা দায়ের হয়েছে। তদন্তের পর তাদের গ্রেফতার করা হয়েছে।’

এনডিটিভির খবরে বলা হয়েছে, কলেজ থেকে পাকিস্তানের পক্ষে স্লোগান শুনে সেখানে পৌঁছান বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার নেতা গৌরব রাজাওয়াতের নেতৃত্বে বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট। তারা পাকিস্তানবিরোধী স্লোগান দিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনে। বিজেপি যুব মোর্চার নেতাদের দায়ের করা মামলার ভিত্তিতেই কাশ্মিরি শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
আদানির ৪৩ কোটি ডলার বকেয়া শোধ করেছে বাংলাদেশ: পিটিআই
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করতে প্রজ্ঞাপন
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
হোলি আর্টিজানের ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নিয়ে যা জানালো ডিএমপি
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
কলার চেয়েও বেশি পটাশিয়াম মেলে এই ৪ খাবারে
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি