X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

তরুণীর চিৎকারে থামলো না অটো, তারপর যা করলেন

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৭:০২

ঘটনা ভারতের হরিয়ানারা গুরুগাঁওয়ের। দিনে দুপুরেই অপহরণের শিকার হতে বসেছিলেন নিষ্ঠা নামের এক তরুণী। বেঁচে গেলেন উপস্থিত সিদ্ধান্ত ও মনোবলের জোরে। কীভাবে? পুরো ঘটনা নিষ্ঠা জানিয়েছেন তার টুইটারে। আর সেটা প্রকাশ করলো ভারতের গণমাধ্যম এনডিটিভি।

দুপুর সোয়া বারোটার দিকে গুরুগাঁওয়ের সেকশন ২২ থেকে অটোরিকশাতে ওঠেন নিষ্ঠা। সেখান থেকে তার বাসা অটোতে সাত মিনিটের পথ। বাকিটা শুনুন নিষ্ঠার ভাষ্যে—

‘আমি ড্রাইভারকে বললাম, তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করবো। কারণ সঙ্গে নগদ ছিল না। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলো। তারপর সে জোরসে গান ছেড়ে দিলো। সেই গান আবার ধর্মীয় গান। কিন্তু ভলিউম ছিল বেশি।

আমরা টি-সেকশনে পৌঁছলাম। আমি বললাম ডানে যেতে। কিন্তু চালক টান দিলো বাঁয়ের রাস্তা ধরে। আমি প্রথমে চেঁচামেচি করতে শুরু করলাম। কিন্তু সে আমার কথা কানেই তুললো না। এরপর পেছন থেকে তার কাঁধে আমি আঘাত করতে থাকি। কিন্তু কোনও জবাব না দিয়ে সে ডানের রাস্তা ধরে নির্জন গলির দিকেই ছুটছিল। কমসে কম ৮-১০ বার আমি তাকে গায়ের জোরে আঘাত করি। তবু সে নির্বিকার।

এদিকে গাড়িটা তখন কমপক্ষে ৪০ কিলোমিটার বেগে চলছিল। আমি চটজলদি সিদ্ধান্ত নিলাম—অপহৃত হওয়ার চেয়ে দুয়েকটা হাড় ভাঙাটা মন্দ নয়। সময়-সুযোগ বুঝে দিলাম লাফ। জানি না এত সাহস কীভাবে ভর করেছিল আমার ওপর।’

নিষ্ঠার ঘটনা গেছে পুলিশের কান পর্যন্ত। গুরুগাঁওয়ের পালাম বিহার থানার পুলিশরা ইতোমধ্যে ওই অটোচালকের সন্ধান শুরু করেছেন। ঘটনার আকস্মিকতায় অটোর নম্বর টুকে নিতে পারেননি নিষ্ঠা। তবে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে তাকে ট্র্যাক করা সম্ভব।

সূত্র: এনডিটিভি

/এফএ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফাল নিয়ে নীরব
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা