X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মুসলিম নারীদের বিক্রির বিজ্ঞাপন, ভারতজুড়ে ক্ষোভ

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ১৫:৪০আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২১:২৩

ভারতে ‘বুল্লি বাই’ অনলাইন অ্যাপে বিনা অনুমতিতে শতাধিক মুসলিম নারীর ছবি আপলোড করে নিলামে তোলা হয়েছে। এমন ঘটনায় তোলপাড় ভারতে। প্রতিবাদ জানিয়েছে নানা শ্রেণির মানুষ। একে চূড়ান্ত অপমানজনক বলে ক্ষোভ প্রকাশ করছেন মুসলিম নারীরা।

মুসলিম নারীদের বিক্রি করতে ‘বুল্লি বাই’ নামক অনলাইন অ্যাপ তৈরি হয়েছে সম্প্রতি। গত বছরও এমন ঘটনা ঘটে। সেই সময় ‘সুল্লি ডাইস’ নামক এক অ্যাপে মুসলিম নারীদের ছবি আপলোড করে নিলামে তোলার অভিযোগে অ্যাপটি বন্ধ করে দেয় প্রশাসন। একই ঘটনার পুনরাবৃত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে।
 
সমালোচনার মুখে ভারতের কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনায় জড়িতদের গিটহাব অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন। এক টুইট বার্তায় ‘পরবর্তী পদক্ষেপ’ নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন মন্ত্রী।

সম্প্রতি দিল্লির এক সাংবাদিকের ছবি দেখা যায় ‘বুল্লি বাই’ অ্যাপটিতে। তারপর আপটি নিয়ে তোলপাড় শুরু হয়। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নারী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মুসলিম নারীদের হেনস্তা ও অপমান করার উদ্দেশে এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

ইসমাতের টুইট

মুসলিম নারী ইসমত আরা। তাকেও অ্যাপে বিক্রির জন্য নিলাম তোলা হয়েছে। এমন ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় ও বিতৃষ্ণার অনুভূতি নিয়ে নতুন বছর শুরু করতে হচ্ছে।’

অ্যাপটিতে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। অথচ যাদের ছবি আপলোড করা হয়েছে এ ব্যাপারে তারা কিছুই জানতেন না। 

সংসদ সদস্য প্রিঙ্কার টুইট

ঘটনা প্রকাশ্যে আসতেই শিব সেনা দলের সংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বলেন, এ ধরনের ধর্ম এবং লিঙ্গবৈষম্যমূলক কাজ যারা করেছে, তাদের কঠোর শাস্তি আওতায় আনা উচিত। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল