ভারতবিরোধী প্রচারণা এবং ভুয়া খবর ছড়ানো ইউটিউব চ্যানেল ওয়েবসাইট বন্ধের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই অভিযোগে সম্প্রতি ২০টি ইউটিউব চ্যানেল এবং দুইটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বুধবার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যারা দেশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের নকশা করবে’ তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে সরকার।
এই ইস্যুতে এক প্রশ্নের জবাবে অনুরাগ ঠাকুর সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি... আমি খুশি যে, বিশ্বের অনেক বড় দেশই এটি স্বীকৃতি দিয়েছে। ইউটিউব নিজেও এগিয়ে এসেছে এবং তাদের বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে।’
সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ‘নিবিড় সমন্বয়ের’ মাধ্যমে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ডিসেম্বরে ২০টি ইউটিউব চ্যানেল এবং দুইটি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়। এসব চ্যানেল ও ওয়েবসাইট ভারতবিরোধী প্রচারণা এবংন ভুয়া খবর ছড়াচ্ছিল।
অনুরাগ ঠাকুর বলেন, ‘আর ভবিষ্যতেও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের নকশা করা, মিথ্যা ছড়ানো এবং সমাজ বিভক্তকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে’।
গত ডিসেম্বরে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় পাকিস্তান থেকে পরিচালিত ভুয়া তথ্য ছড়ানো সমন্বিত নেটওয়ার্কের অংশ হিসেবে ২০টি ইউটিউব চ্যানেল ও দুইটি ওয়েবসাইট ভারত সংশ্লিষ্ট বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছিল।