X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মেয়ের মরদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি, তদন্তের নির্দেশ

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৬:৪২আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৭:৩০

সাত বছরের মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হেঁটে যাওয়া এক ভারতীয় বাবার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। ছত্তিশগড় রাজ্যের সারগুজা জেলায় এই ঘটনা ঘটেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও।

কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটি শুক্রবার সকালে জেলার লাখানপুর গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে মারা যায় আর মরদেহ বহন করা গাড়ি আসার আগেই তার বাবা মরদেহ নিয়ে চলে যান। তারা জানান, আমডালা গ্রামের বাসিন্দা ইশ্বর দাস তার মেয়ে সুরেখাকে নিয়ে লাখানপুর কমিউনিটি হেলথ সেন্টারে যান শুক্রবার সকালে।

ওই কেন্দ্রে কর্মরত রুরাল মেডিক্যাল অ্যাসিসটেন্ট (আরএমএ) ডা. বিনোদ ভারগভ বলেন, ‘মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল, প্রায় ৬০ এর কাছাকাছি। তার বাবা-মা জানিয়েছিল গত কয়েক দিন ধরে সে তীব্র জ্বরে ভুগছিল। প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছিল কিন্তু তার অবস্থার অবনতি হয় আর সকাল সাড়ে সাতটার দিকে মারা যায়।’

ডা. বিনোদ ভারগভ বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের বলেছিলাম তাড়াতাড়ি মরদেহ বহন করা গাড়ি পৌঁছাবে। সকাল নয়টা ২০ মিনিটে গাড়ি পৌঁছায়, কিন্তু তার আগেই তারা মরদেহ নিয়ে চলে যায়।’

ভিডিওতে দেখা গেছে, ওই বাবা মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হাঁটছেন। বাড়ি পৌঁছাতে প্রায় দশ কিলোমিটার হাঁটতে হয় তাকে।

ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জেলার মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। শুক্রবার আম্বিকাপুর সফরে গিয়ে তিনি বলেন, ‘ভিডিওটি দেখেছি। এটা বিরক্তিকর। আমি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে বলেছি। আমি তাকে সেখানে কর্মরত যারা দায়িত্ব পালন করতে পারেনি, তাদের সরিয়ে দিতে বলেছি।’

সূত্র: এনডিটিভি

 

/জেজে/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!