X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মেয়ের মরদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পাড়ি, তদন্তের নির্দেশ

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৬:৪২আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৭:৩০

সাত বছরের মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হেঁটে যাওয়া এক ভারতীয় বাবার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। ছত্তিশগড় রাজ্যের সারগুজা জেলায় এই ঘটনা ঘটেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও।

কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটি শুক্রবার সকালে জেলার লাখানপুর গ্রামের কমিউনিটি হেলথ সেন্টারে মারা যায় আর মরদেহ বহন করা গাড়ি আসার আগেই তার বাবা মরদেহ নিয়ে চলে যান। তারা জানান, আমডালা গ্রামের বাসিন্দা ইশ্বর দাস তার মেয়ে সুরেখাকে নিয়ে লাখানপুর কমিউনিটি হেলথ সেন্টারে যান শুক্রবার সকালে।

ওই কেন্দ্রে কর্মরত রুরাল মেডিক্যাল অ্যাসিসটেন্ট (আরএমএ) ডা. বিনোদ ভারগভ বলেন, ‘মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল, প্রায় ৬০ এর কাছাকাছি। তার বাবা-মা জানিয়েছিল গত কয়েক দিন ধরে সে তীব্র জ্বরে ভুগছিল। প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছিল কিন্তু তার অবস্থার অবনতি হয় আর সকাল সাড়ে সাতটার দিকে মারা যায়।’

ডা. বিনোদ ভারগভ বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের বলেছিলাম তাড়াতাড়ি মরদেহ বহন করা গাড়ি পৌঁছাবে। সকাল নয়টা ২০ মিনিটে গাড়ি পৌঁছায়, কিন্তু তার আগেই তারা মরদেহ নিয়ে চলে যায়।’

ভিডিওতে দেখা গেছে, ওই বাবা মেয়ের মরদেহ কাঁধে নিয়ে হাঁটছেন। বাড়ি পৌঁছাতে প্রায় দশ কিলোমিটার হাঁটতে হয় তাকে।

ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও জেলার মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। শুক্রবার আম্বিকাপুর সফরে গিয়ে তিনি বলেন, ‘ভিডিওটি দেখেছি। এটা বিরক্তিকর। আমি তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য চিকিৎসা কর্মকর্তাকে বলেছি। আমি তাকে সেখানে কর্মরত যারা দায়িত্ব পালন করতে পারেনি, তাদের সরিয়ে দিতে বলেছি।’

সূত্র: এনডিটিভি

 

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
যুক্তরাষ্ট্রগামী আইফোন তৈরি হবে ভারতে: অ্যাপল
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’