X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মুখ্যমন্ত্রী মমতার ওপর ক্ষুব্ধ মতুয়ারা, নবান্ন অভিযানের হুমকি

রক্তিম দাশ, কলকাতা
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১০

পশ্চিমবঙ্গের মালদার গাজোলের সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মতুয়া সমাজের আরাধ্য মহাপুরুষ হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত উচ্চারণ করা নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মতুয়া সমাজ। বিষয়টি নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করার দাবি তুলেছেন তারা। শুধু তাই নয়, এই ভুল স্বীকার না করলে তারা নবান্ন অভিযানের হুমকি দিয়েছেন। পাশাপাশি মতুয়া আরাধ্য গুরুচাঁদ ও হরিচাঁদ ঠাকুরের নাম বিকৃত করা জন্য তারা রাজ্যপাল ভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দিয়ে প্রতিবাদ জানাবেন বলে জানা গেছে।

এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শানিয়ে বিজেপির বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভায় বলেছেন তিনি মতুয়াদের জন্য কত কিছু করে দিয়েছেন। প্রয়াত বীনাপানি মায়ের চিকিৎসা হতো না, তিনি চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। এটা জাহির করার কী আছে? বীনাপানি মা একজন ধর্মগুরু ছিলেন। রাজ্যের প্রধান হিসেবে তার চিকিৎসার দায়িত্ব অবশ্যই মুখ্যমন্ত্রীর নেওয়া কথা। আপনি বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদের নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারলেন না। আপনি বললেন, রঘুচাঁদ আর গোরুচাঁদ! আর আপনার পিছনে বসে ছিল যারা তারা আবার তাতে সায় দিলো! আপনি নাম সঠিকভাবে বলতে না পেরে পিছন দিতে তাকিয়ে আবার জানতে চাইলেন, কী যেন নামটা রঘুচাঁদ আর গোরুচাঁদ। যার বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদের নামটা মনে থাকে না, সেই মুখ্যমন্ত্রী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্য হয়েছিলেন! আর কত অভিনয় করবেন? ভোটের রাজনীতি আর কত করবেন। মতুয়া কাণ্ডারি উনি! এত সরস্বতী পুজার সংস্কৃত মন্ত্র নয়, যে নামটা ভুলে যাবেন। ওখানে রঘুচাঁদ আর গোরুচাঁদ কোথা থেকে আসে? ছি, ছি ধিক্কার জানাই। আপনি মতুয়া বান্ধব হলে জবাব দেবেন, কেন আপনি হরিচাঁদ-গুরুচাঁদের নামটা ভুলে গেলেন।’

রাজর্ষী গুরুচাঁদ ঠাকুর ১৭৫ তম জন্মশতবার্ষিকী কমিটির সভাপতি দুলাল বর ও সম্পাদক শ্যামল বিশ্বাস বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের কোটি কোটি মতুয়াদের উপাস্য ভগবান হরিগুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে রঘুচাঁদ এবং গোরুচাঁদ বলে কোটি কোটি মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে এবং তাদের হৃদয়ে আঘাত করেছেন। আমরা মতুয়ারা দাবি করছি, মুখ্যমন্ত্রীকে সাতদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও ভুল সংশোধন করে সঠিক বিবৃতি দিতে হবে। তা না হলে মতুয়াদের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হবে। আমরা এ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে আমাদের প্রতিবাদ জানাবো।’

ইতিহাসের অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, ‘হরিচাঁদ ঠাকুর ও তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের নমঃশূদ্র সমাজ তথা মতুয়া সমাজের সর্বাঙ্গীন বিকাশে ঐতিহাসিক ভূমিকা আছে। তারা ছিলেন মহান সমাজ সংস্কারক। কিন্তু দুঃখের বিষয় যে, বর্তমান রাজ্যের শাসক দলের কাছে মতুয়া সমাজ একটি রাজনীতির বিষয়ে পরিণত হয়েছে। মতুয়া আন্দোলনের ইতিহাস সম্পর্কে ন্যূনতম কোন ধারণা না রেখেই শাসক দলের নেতা-নেত্রীরা মতুয়া সমাজকে শুধু একটি ভোট পাওয়ার মেশিন হিসেবে ব্যবহার করেছে। তা-ই বর্তমান পশ্চিমবঙ্গে ইতিহাস বইগুলোতে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া আন্দোলনের ইতিহাস গুরুত্ব সহকারে স্থান পাওয়া উচিত। যাতে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে শাসক দলের নেতা-নেত্রীরাও মতুয়া আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারেন এবং জনসমক্ষে হাস্যকর ভুলগুলো আর না করেন।’

এদিকে এ নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছে সারা ভারত মতুয়া মহাসংঘ। রায়গঞ্জে মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড.বাবুলাল বালা বলেন, ‘মঙ্গলবার গাজোলের সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম যেভাবে বিকৃত করেছেন তাতে আমাদের সম্প্রদায় ভীষণ ব্যথিত ও ক্ষুব্ধ। তিনি হরিচাঁদ ঠাকুরকে ‘রঘুচাঁদ’ ও গুরুচাঁদ ঠাকুরকে ‘গোরুচাঁদ’ বলেছেন। শুধু তাই নয়। নাম বিকৃত করার পর মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত অন্যান্যদের থেকে নিশ্চিত হয়েছেন যে, তিনি যা বলেছেন সেটা ঠিক কী না। মুখ্যমন্ত্রীর সঙ্গে যেসব মতুয়া রয়েছেন তারা আদতে মতুয়া নন। যদি তারা মতুয়া হতেন তাহলে এই ঘটনার বিরোধিতা করতেন। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জন্য আমাদের ভাবাবেগ ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত। বৃহস্পতিবার বালুরঘাটে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় আন্দোলনে শামিল হবেন মতুয়ারা।’

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে