X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রদ্রোহের অভিযোগে দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩

রাষ্ট্রদ্রোহের অভিযোগে জওহরলাল নে সৈয়দ আব্দুর রহমান গিলানি হরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেফতারে সৃষ্ট বিতর্কের মধ্যে এবার একই অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক এসএআর গিলানিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ ও অন্যান্য অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
নয়া দিল্লির ডিসিপি যতীন নারওয়াল জানান, ‘আজ  (সোমবার) ভোর তিনটার দিকে গিলানীকে আইপিসির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ), ১২০ (অপরাধমূলক ষড়যন্ত্র) ও ১৪৯ (বেআইনি সমাবেশ) সংক্রান্ত ধারায় পার্লামেন্ট সংলগ্ন পুলিশ স্টেশনে গ্রেফতার করা হয়।’
পুলিশ জানায়, গিলানীকে সোমবার রাতে থানায় তলব করা হয়। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে শারীরিক পরীক্ষার জন্য আরএমএল হাসপাতালে নেওয়া হয়।
গিলানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘ভারত-বিরোধী শ্লোগান’ দেওয়া হয়েছিল এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ফাঁসি হওয়া আফজাল গুরুর নামে ‘প্রশংসাসূচক শ্লোগান’ দেওয়া হয়। ওই সময় গিলানী আরও তিন বক্তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এ ঘটনায় একদল যুবক আফজাল গুরুর সমর্থনে অনুষ্ঠানে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়ার ঘটনায় গিলানিসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশের দাবি, গিলানিই ছিলেন ওই অনুষ্ঠানের মূল আয়োজক।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গিলানির ই-মেইল থেকে অনুষ্ঠানস্থলটি বুকিং দেওয়ার অনুরোধ আসে। অনুষ্ঠানটিকে পাবলিক মিটিং বলা হলেও এটি মোটেও সেরকম ছিল না’।

দিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবনে ২০০১ সালের হামলায় সংশ্লিষ্টতার দায়ে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুর ফাঁসি হয়।

ভারতের খ্যাতিমান লেখিকা অরুন্ধতী রায়সহ বহু মানবাধিকারকর্মী আফজাল গুরুর বিচারে গুরুতর ত্রুটির কথা তুলে ধরে প্রহসনের বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছিলেন। গিলানিও ওই ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। তবে পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে খালাস ও বিশ্ববিদ্যালয়ের চাকরি ফিরে পান।

আফজাল গুরুর ফাঁসির বার্ষিকী ঘিরে কিছুদিন ধরেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চলছে। ৯ ফেব্রুয়ারি ফাঁসির প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরাও। সমালোচকদের দাবি, বিক্ষোভকারীদের এভাবে আটক করা মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। সূত্র: ফার্স্ট পোস্ট।

/এএ/

সম্পর্কিত
ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বৃহস্পতিবার
অরুণাচলের সীমান্তবর্তী স্থানের চীনা নামকরণ প্রত্যাখ্যান ভারতের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
সর্বশেষ খবর
জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি
জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি
মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
মা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ঢাবি শিক্ষার্থী সাম্য
অভিযানে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালক পেলেন দেড় লাখ টাকা
অভিযানে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালক পেলেন দেড় লাখ টাকা
কাতারের যুক্তরাষ্ট্রের ১.২ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক বিনিময়ের চুক্তি যুক্তরাষ্ট্রের
কাতারের যুক্তরাষ্ট্রের ১.২ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক বিনিময়ের চুক্তি যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ