X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নরেন্দ্র মোদিকে ‘চোর’ বলায় রাহুল গান্ধীর জেল

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১৫:৪৯আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:২২

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ফৌজদারি মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালের নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জন্য বৃহস্পতিবার গুজরাটের আদালত দোষী সাব্যস্ত করে রাহুলকে।

বিবিসির খবরে বলা হয়, কংগ্রেস দলের সংসদ সদস্য রাহুল সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে এখনই জেলে যেতে হবে না রাহুলকে। তাকে ৩০ দিনের জন্য জামিন দিয়েছে আদালত। এ সময়ে দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন রাহুল। 

গত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটক রাজ্যে একটি নির্বাচনি সমাবেশে বক্তৃতার সময় রাহুল গান্ধী বলেছিলেন, কেন সব চোরের উপাধি মোদি থাকে? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।

নীরব মোদি একজন পলাতক ভারতীয় হীরা টাইকুন। আর ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক প্রধান। দুর্নীতির দায়ে ভারতের ক্রিকেট বোর্ড তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।

ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির-বিজেপির আইনপ্রণেতা পূর্ণেশ মোদির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল। অভিযোগে তিনি জানিয়েছেন, এই মন্তব্য করে সমগ্র মোদি সম্প্রদায়ের মানহানি করেছেন রাহুল।

তবে কেউ কেউ বলেছেন, তারা রায়ে বিভ্রান্ত হয়েছেন।

আইনি পণ্ডিত গৌতম ভাটিয়া টুইটে লেখেন, “যদি কেউ একজন বলে ‘সব আইনজীবী চোর’, তাহলে একজন আইনজীবী হিসেবে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে হলে অভিপ্রায়টি আমাকে টার্গেট করেছে কিনা তা দেখাতে হবে।”

রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী আপিল করবেন বলে এক টুইটে জানিয়েছে কংগ্রেস। এতে লেখা হয়, ‘আমরা লড়াই করবো এবং জিতবো’।

রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা বিবিসি গুজরাটিকে বলেন, ‘রাহুল আদেশের পর বিচারককে বলেছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ভাষণ দিয়েছেন’। সূত্র: বিবিসি 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা