X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

নরেন্দ্র মোদিকে ‘চোর’ বলায় রাহুল গান্ধীর জেল

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১৫:৪৯আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:২২

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ফৌজদারি মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালের নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জন্য বৃহস্পতিবার গুজরাটের আদালত দোষী সাব্যস্ত করে রাহুলকে।

বিবিসির খবরে বলা হয়, কংগ্রেস দলের সংসদ সদস্য রাহুল সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে এখনই জেলে যেতে হবে না রাহুলকে। তাকে ৩০ দিনের জন্য জামিন দিয়েছে আদালত। এ সময়ে দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন রাহুল। 

গত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটক রাজ্যে একটি নির্বাচনি সমাবেশে বক্তৃতার সময় রাহুল গান্ধী বলেছিলেন, কেন সব চোরের উপাধি মোদি থাকে? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।

নীরব মোদি একজন পলাতক ভারতীয় হীরা টাইকুন। আর ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক প্রধান। দুর্নীতির দায়ে ভারতের ক্রিকেট বোর্ড তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।

ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির-বিজেপির আইনপ্রণেতা পূর্ণেশ মোদির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল। অভিযোগে তিনি জানিয়েছেন, এই মন্তব্য করে সমগ্র মোদি সম্প্রদায়ের মানহানি করেছেন রাহুল।

তবে কেউ কেউ বলেছেন, তারা রায়ে বিভ্রান্ত হয়েছেন।

আইনি পণ্ডিত গৌতম ভাটিয়া টুইটে লেখেন, “যদি কেউ একজন বলে ‘সব আইনজীবী চোর’, তাহলে একজন আইনজীবী হিসেবে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে হলে অভিপ্রায়টি আমাকে টার্গেট করেছে কিনা তা দেখাতে হবে।”

রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী আপিল করবেন বলে এক টুইটে জানিয়েছে কংগ্রেস। এতে লেখা হয়, ‘আমরা লড়াই করবো এবং জিতবো’।

রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা বিবিসি গুজরাটিকে বলেন, ‘রাহুল আদেশের পর বিচারককে বলেছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ভাষণ দিয়েছেন’। সূত্র: বিবিসি 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
কাশ্মীরে হামলা৭১ সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর বিমানবন্দর বন্ধ
সর্বশেষ খবর
সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে
বিমানবন্দর থেকে গুলশানের পথে খালেদা জিয়া
বিমানবন্দর থেকে গুলশানের পথে খালেদা জিয়া
শিক্ষকের কক্ষ ভাঙচুর ও হুমকির অভিযোগ কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে
শিক্ষকের কক্ষ ভাঙচুর ও হুমকির অভিযোগ কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ