X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৩ কোটি ৭০ লাখ মানুষকে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার আহ্বান জাপানের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ১৯:৪৯আপডেট : ২৭ জুন ২০২২, ১৯:৪৯

টোকিও এবং এর আশেপাশের মানুষদের কম বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে জাপান সরকার। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, তাপপ্রবাহ মোকাবিলা করা অবস্থায় বিদ্যুতের সরবরাহে জটিলতা দেখা দিতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ধারণা করছে, সোমবার দেশটিতে বিদ্যুতের চাহিদা তীব্র হতে পারে। মানুষের উচিত অপ্রয়োজনীয় বিদ্যুতের বাতি বন্ধ রাখা। কিন্তু হিটস্ট্রোক এড়াতে এয়ার কন্ডিশনারের ব্যবহার জারি রাখা যেতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ সংকটের বিষয়ে সতর্ক করে আসছেন কর্মকর্তারা।

রবিবার টোকিওর মধ্যাঞ্চলে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীর উত্তরপশ্চিমের ইসেসাকি শহরে তা ছিল রেকর্ড ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। জাপানে জুনে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

জুন মাসে জাপানে গ্রীষ্ম শুরু হয়। সাধারণত মাসজুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে।

রবিবার এক বিবৃতিতে জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, সোমবার দুপুরের পর টোকিও এবং আশেপাশের আটটি এলাকায় বিদ্যুৎ উৎপাদন ৩.৭ শতাংশ কমে যেতে পারে। সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ৩ শতাংশ বাফারকে প্রয়োজন হিসেবে বিবেচনা করা হয়।

টোকিও সময় ১৫টা থেকে তিন ঘণ্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি না জ্বালাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। তবে এই সময় উপযুক্তভাবে এয়ার কন্ডিশনার ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারীরা সরবরাহ বৃদ্ধির জন্য কাজ করছে। তবে তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিস্থিতি অনিশ্চিত।

বিবৃতিতে বলা হয়েছে, যদি চাহিদা বাড়ে এবং আকস্মিক সরবরাহ জটিলতা দেখা দেয় তাহলে সংরক্ষণ মাত্রা ন্যূনত ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সর্বশেষ খবর
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!