X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৩ কোটি ৭০ লাখ মানুষকে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার আহ্বান জাপানের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ১৯:৪৯আপডেট : ২৭ জুন ২০২২, ১৯:৪৯

টোকিও এবং এর আশেপাশের মানুষদের কম বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে জাপান সরকার। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, তাপপ্রবাহ মোকাবিলা করা অবস্থায় বিদ্যুতের সরবরাহে জটিলতা দেখা দিতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ধারণা করছে, সোমবার দেশটিতে বিদ্যুতের চাহিদা তীব্র হতে পারে। মানুষের উচিত অপ্রয়োজনীয় বিদ্যুতের বাতি বন্ধ রাখা। কিন্তু হিটস্ট্রোক এড়াতে এয়ার কন্ডিশনারের ব্যবহার জারি রাখা যেতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুৎ সংকটের বিষয়ে সতর্ক করে আসছেন কর্মকর্তারা।

রবিবার টোকিওর মধ্যাঞ্চলে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীর উত্তরপশ্চিমের ইসেসাকি শহরে তা ছিল রেকর্ড ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। জাপানে জুনে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

জুন মাসে জাপানে গ্রীষ্ম শুরু হয়। সাধারণত মাসজুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে।

রবিবার এক বিবৃতিতে জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, সোমবার দুপুরের পর টোকিও এবং আশেপাশের আটটি এলাকায় বিদ্যুৎ উৎপাদন ৩.৭ শতাংশ কমে যেতে পারে। সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ৩ শতাংশ বাফারকে প্রয়োজন হিসেবে বিবেচনা করা হয়।

টোকিও সময় ১৫টা থেকে তিন ঘণ্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি না জ্বালাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। তবে এই সময় উপযুক্তভাবে এয়ার কন্ডিশনার ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারীরা সরবরাহ বৃদ্ধির জন্য কাজ করছে। তবে তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিস্থিতি অনিশ্চিত।

বিবৃতিতে বলা হয়েছে, যদি চাহিদা বাড়ে এবং আকস্মিক সরবরাহ জটিলতা দেখা দেয় তাহলে সংরক্ষণ মাত্রা ন্যূনত ৩ শতাংশের নিচে নেমে যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ