X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে ট্রাক হামলা, সন্দেহভাজন হামলাকারীসহ নিহত অন্তত ৫

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৮:২৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২৩:২৯
image

জেরুজালেমে ট্রাক হামলা জেরুজালেমে এক ট্রাক হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। এরইমধ্যে জেরুজালেম পুলিশের গুলিতে এক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। সবমিলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ এ। নিহত সন্দেহভাজনই ট্রাকটি চালাচ্ছিল বলে মনে করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার (৮ জানুয়ারি) জেরুজালেমে একটি ভীড়ের ওপর ট্রাক নিয়ে হামলা চালানো হয়। ওই সময় হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন ট্রাক চালক নিহত হয়। এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি পুলিশের মুখপাত্র বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা, ইচ্ছেকৃত হামলা।' ইসরায়েলি রেডিও ও টিভিতে হামলাকারীকে ফিলিস্তিনি হিসেবে উল্লেখ করা হয়েছে। অবশ্য, ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারী পূর্ব জেরুজালেমের আরব এলাকার বাসিন্দা। ফিলিস্তিনি সংগঠন হামাস হামলাকারীর সাহসিকতার প্রশংসা করেছে। সংগঠনটির মুখপাত্র হামলাকারীর কর্মকাণ্ডকে বীরত্বপূর্ণ উল্লেখ করে অন্য ফিলিস্তিনিদেরও একইররকম করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে একটি সাদা ট্রাক দেখা গেছে। ঘাতক এ ট্রাকের গায়ে বুলেটের চিহ্ণও দেখা গেছে। নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে হামলার সময় অন্তত দশ সেনা সদস্য ট্রাকের নিচে আটকা পড়েছিল। পরে তাদেরকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 
বার্লিনে লরি হামলায় ১২ জন নিহত হওয়ার কয়েক সপ্তাহের মাথায় জেরুজালেমে এ হামলা হলো। 
উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। এ নিয়ে বিভিন্ন সময়ে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। সর্বশেষ ২০১৫ সালের অক্টোবর থেকে নতুন করে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা শুরু হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি'র হিসেব অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবর থেকে বিভিন্ন সংঘর্ষ কিংবা ইসরায়েলি সেনাদের গুলিতে ২৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একইসময়ে ৪০ জন ইসরায়েলি সেনা, ১ জন মার্কিনি, ১ জন জর্ডানি, ১ জন ইরিত্রিয়ান এবং ১ সুদানি নাগরিকও নিহত হয়।


/এফইউ/






সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে