X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট কমাচ্ছে এমিরেটস

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ০৫:১৯আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০৫:২৪

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট কমাচ্ছে এমিরেটস মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের ওপর ট্রাম্প প্রশাসন নতুন কড়াকড়ি আরোপ করার পর দেশটির বিভিন্ন শহরগামী ফ্লাইট কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক বিমান কোম্পানি এমিরেটস। আগামী মে মাস থেকে ফ্লাইটের এ সংখ্যা কমানো হবে। এমিরেটস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণকারীর সংখ্যা কমে যাওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্চ মাসে বিমানযাত্রীদের মোবাইল ফোনের চেয়ে বড় কোনও ইলেক্ট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। দশটি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এই দশটি বিমানবন্দরের মধ্যে দুবাই সহ মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও তুরস্ক রয়েছে। এছাড়া এর আগে ট্রাম্প দুটি নির্বাহী আদেশে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যদিও এই দুটি আদেশে আদালতের স্থগিতাদেশ রয়েছে।

এমিরেটসের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সরকারের ভিসা ইস্যু বিষয়ক সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ও নিরাপত্তায় কঠোর যাচাই-বাছাইয়ের ফলে দেশটিতে যাওয়ার চাহিদা কমে এসেছে। গত তিন মাসে যুক্তরাষ্ট্রগামী আমাদের যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

গত মাসে এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এক বিবৃতিতে বলেছিলেন, ট্রাম্পের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রগামী যাত্রীর সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে।

এমিরেটস যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট সংখ্যা কমিয়ে আনলেও আবু ধাবি ভিত্তিক প্রতিদ্বন্দ্বী বিমান কোম্পানি ইতিহাদ এমন কোনও ঘোষণা দেয়নি। কোম্পানিটি জানিয়েছে, তাদের যাত্রী সংখ্যা খুব একটা কমেনি।

২০০৪ সালে উত্তর আমেরিকায় বিমান চলাচল শুরু করে এমিরেটস। যুক্তরাষ্ট্রের ১২টি শহরে এমিরেটসের বিমান চলাচল করছে। গত মাসেই এথেন্স ও নিওয়ার্কে নতুন ফ্লাইট চালু করেছিল। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ