X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শর্ত সাপেক্ষে কাতারের সঙ্গে আলোচনায় রাজি অবরোধ আরোপকারী ৪ দেশ

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ২১:০৩আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২১:০৪

শর্ত সাপেক্ষে কাতারের সঙ্গে আলোচনায় রাজি অবরোধ আরোপকারী ৪ দেশ সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপকারী ৪ দেশ শর্ত সাপেক্ষে সংকট সমাধানে আলোচনায় বসতে রাজি। রবিবার বাহরাইনে সৌদি আরবের নেতৃত্বাধীন ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর  কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয় কাতারের বিরুদ্ধে।  যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র, কাতার, যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যস্ততাও সংকট মীমাংসার দিকে আগায়নি।

শনি ও রবিবার কাতার ইস্যুতে আলোচনার জন্য বাহরাইনের মানামেতে বৈঠকে বসেন চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রবিবার বৈঠক শেষে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল-খালিফা বলেন, শর্ত সাপেক্ষে চার দেশ কাতারের সঙ্গে আলোচনায় রাজি। আলোচনায় বসার আগে কাতারকে সন্ত্রাস ও জঙ্গিবাদে  অর্থায়ন ও সমর্থন বন্ধের প্রতিশ্রুতি, অন্য দেশের পররাষ্ট্র বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি এবং ১৩টি শর্তের বিষয়ে জবাব দিতে হবে।

এর আগে রবিবার কাতারের বিরুদ্ধে চার দেশ নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করতে পারে বলে খবর পাওয়া গিয়েছিল। তবে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর শর্ত সাপেক্ষে আলোচনার ঘোষণায় নতুন কোনও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়নি।

সর্বশেষ গত সপ্তাহে আরব দেশগুলো সন্ত্রাসবাদে জড়িত আখ্যায়িত করে কাতার সংশ্লিষ্ট ১৮ ব্যক্তি ও গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করেছে। এ তালিকার প্রতিক্রিয়ায় কাতারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেছেন, এ কালো তালিকার কোনও ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্যই তালিকা করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ