X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত, আইসিসির বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২০, ২০:৩৭আপডেট : ১২ জুন ২০২০, ২০:৫৩

প্রসিকিউটর ও কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে বৈরিতা জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে আফগানিস্তানে মার্কিন সেনা ও ইসরায়েল কর্তৃক সংগঠিত যুদ্ধাপরাধ তদন্তে জড়িতদের এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। যাতে করে তদন্তে তাদের অংশগ্রহণ ঠেকানো যায়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত, আইসিসির বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা
আফগানিস্তানে মার্কিন সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করছে নেদারল্যান্ডসের হগ-ভিত্তিক আইসিসি। পাশাপাশি ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধসহ যুদ্ধাপরাধের একটি তদন্তও শুরু হয়েছে।

ট্রাম্প স্বাক্ষরিত এই নিষেধাজ্ঞার ফলে এই দুই দেশে যুদ্ধাপরাধ তদন্তে প্রত্যক্ষভাবে জড়িত আইসিসির কর্মী ও তাদের সাহায্য করা ব্যক্তি কিংবা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া দেশটির কোনও নাগরিকের বিচারে সহযোগিতাকারীদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। এছাড়া এসব কর্মী ও তাদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্রের প্রবেশ করতে পারবেন না।

আইসিসি যুক্তরাষ্ট্রের সব অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণের ‘সর্বশেষ নজির’ বলে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের নিষেধাজ্ঞা আইনের শাসন প্রতিষ্ঠায় এবং আদালতের বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপের শামিল ও এটি অগ্রহণযোগ্য একটি প্রচেষ্টা।’

দীর্ঘ আইনগত প্রক্রিয়া চালানোর পর গত মার্চে আইসিসি জানায়, আফগান যুদ্ধাপরাধ তদন্তের কাজ এগিয়ে নেওয়া যেতে পারে। আফগানিস্তানে মার্কিন নৃশংসতার ব্যাপারে তদন্তের সম্ভাবনা প্রশ্নে ট্রাম্প প্রশাসন ক্ষোভ প্রকাশ করে আসছে। আইসিসি বলেছে, ‘গণহত্যায় জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এ অগ্রহণযোগ্য নিষেধাজ্ঞা আমাদের স্বাভাবিক প্রচেষ্টার বিরোধিতার শামিল।’

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আইসিসিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ অ্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমরা তাদের হুমকি মেনে নিতে পারি না। আমাদের মিত্রসহ যারা আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়েছে, তাদের জানাতে চাই যে, আপনাদের লোকেরাও আইসিসির লক্ষ্যবস্তু হতে পারে।’

/এএ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার