বর্ষবরণের রাতে দুবাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অ্যাড্রেস হোটেল নামের ওই ভবনটি বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার পাশেই অবস্থিত। তবে এ অগ্নিকাণ্ডের কারণে বুর্জ খলিফায় বর্ষবরণের আতশবাজিতে কোনও হেরফের হবে না বলে জানিয়েছেন পুলিশ প্রধান খামিস মাতার আল মেইমা।
৬৩ তলাবিশিষ্ট ভবনটিতে ১৯৬টি হোটেল রুম ও ৬২৬টি ফ্ল্যাট রয়েছে। এক হাজার ফুট উঁচু ভবনটিতে আগুন ছড়ানোর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বুর্জ খলিফায় বর্ষবরণের বর্ণিল আয়োজন উপভোগের জন্য অপেক্ষা করছিলেন অনেকে। তবে নতুন বছর শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে আরবিতে দুবাই কর্তৃপক্ষের এক টুইটে বলা হয়েছে, ভবনের ২০ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অভ্যন্তরীণ অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি টিম।
দুবাইয়ের একজন পর্যটক মাইকেল ডিউক বলেন, আকস্মিকভাবে আমরা বুর্জ খলিফা ও হোটেলটির মাঝামাঝি স্থানে কালো ধোঁয়া দেখতে পাই।
দুবাই সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টর মেজর জেনারেল রাশেদ আল মাতরুশি। আল অ্যারাবিয়া টেলিভিশনকে তিনি বলেন, কেউ হতাহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ।
পুলিশ প্রধান খামিস মাতার আল মেইমা বলেন, ভবনের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
ইংরেজি বর্ষবরণে দুবাইয়ে তিনটি বড় আতশবাজি আয়োজনের পরিকল্পনা ছিল। বুর্জ খলিফায় ১ দশমিক ৬ টন আতশবাজি দিয়ে এর সূচনা হওয়ার কথা।
পুলিশ প্রধান খামিস মাতার আল মেইমা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে বুর্জ খলিফায় বর্ষবরণের আতশবাজিতে কোনও হেরফের হবে না। তিনি বলেন, অবশ্যই এটা বর্ষবরণ উদযাপনে কোনও প্রভাব ফেলবে না।
সূত্র: বিবিসি, মিডলইস্ট আই।