X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রিয়াদে ব্যাপক বিস্ফোরণের শব্দ, ব্যালেস্টিক হামলা প্রতিহতের দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫
image

সৌদি আরবের রাজধানী রাজধানী রিয়াদের আকাশে শনিবার রাতে তীব্র আলোর ঝলকানির সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করায় এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ ছাড়াও জিজান প্রদেশে তিনটি এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর মুসাহিত লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলেও তা প্রতিহত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানার দখল নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রিয়াদে নির্বাসিত হাদিকে আবারও ক্ষমতায় বসাতে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং কয়েকটি পশ্চিমা দেশের জোট। এই হামলায় রাজধানী সানার নিয়ন্ত্রণ হারালেও দেশের বিস্তৃত এলাকার দখল এখনও ধরে রেখেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

শনিবার রাতে রাজধানী রিয়াদ ছাড়াও কয়েকটি স্থানে হামলা প্রতিহতের দাবি করলেও সৌদি জোটের পক্ষ থেকে কোনও হতাহতের কথা জানানো হয়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল আকবরিয়ার খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো টুকরো অংশ রিয়াদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে অন্তত একটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।

এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটলো যখন রিয়াদের বাইরে অনুষ্ঠিত হচ্ছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই আয়োজনে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আল আকবরিয়ায় সম্প্রচারিত ফুটেজে রিয়াদের আকাশে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও একই ধরনের ভিডিও পোস্ট করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের আকাশে তীব্র আলোর ঝলকানির সঙ্গে বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। ধারনা করা হচ্ছে সৌদি আরবের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ওই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানাতে হুথিরা পদ্ধতিগতভাবে এবং নির্বিচারি পথ বেছে নিয়েছে।

রিয়াদে বিস্ফোরণের পর সেখানকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সব আমেরিকান নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট বিলম্বিত কিংবা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে