সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজ। ইসরায়েলি একটি টেলিভিশন চ্যানেল এবং ইরান সমর্থিত একটি সংবাদমাধ্যম মঙ্গলবার এই খবর জানিয়েছে। ইসরায়েলের চ্যানেল টুয়েলভ দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে হামলার জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি ইরানকে দায়ী করেছে। সম্প্রচারমাধ্যমটির দাবি হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সামান্য ক্ষতিগ্রস্থ হলেও জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে হামলার শিকার হয় ইসরায়েলি জাহাজটি। হামলার ফলে বিস্ফোরণ ঘটলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
ওই ঘটনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তিনি এই ধরনের খবরের কথা শুনেছেন তবে এটি আসলেই ঘটেছে কিনা সেসম্পর্কে তিনি কিছুই জানেন না। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য তেহরান ইসরায়েলকে দায়ী করার কয়েক দিনের মধ্যেই আমিরাত উপকূলে হামলার ঘটনা ঘটলো। এছাড়া সম্প্রতি ভিয়েনায় ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরার উপায় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনাও শুরু হয়েছে।
লেবানন ভিত্তিক আল মায়াদিন টেলিভিশন চ্যানেল হামলার শিকার জাহাজটিকে হাইপেরিয়ন বলে শনাক্ত করেছে। কুয়েত থেকে ফুজাইরাহ বন্দরের দিকে যাচ্ছিলো এটি। লেবাননভিত্তিক আরেকটি বার্তা সংস্থা জানিয়েছে, জাহাজটিতে গাড়ি বহন করা হচ্ছিলো।