X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘তুই ছাড়া আর কেউ রইলো না’, গাজায় মৃত মায়ের আঁকড়ে থাকা ৫ মাসের শিশু উদ্ধার

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২১, ১৯:২১আপডেট : ১৯ মে ২০২১, ২০:২৪

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর। একের পর এক বিমান হামলায় উপকূলবর্তী শহরটি এখন যেন মৃত্যুপুরী। পোড়া বারুদের সঙ্গে মিশেছে পুড়তে থাকা চামড়ার গন্ধ। আর এই ধ্বংসস্তূপের ধসে পড়া ইট, কাঠ, পাথরে লেখা হচ্ছে একের পর এক হৃদয় বিদারক কাহিনী। এই গল্পটা যেমন হাসপাতালের এক শয্যায় নিজের শেষ সম্বলকে আঁকড়ে ধরে থাকা মোহাম্মদ আল হাদিদির।

ইসরায়েলের ছোড়া বোমায় শেষ হয়ে গেছে পরিবার। পৃথিবী ছেড়ে চলে গেছে স্ত্রী, তিন সন্তান। সহায় এখন পাঁচ মাসের ছেলে ওমর। অবিশ্বাস্যভাবে ধ্বংসলীলার মাঝেও বেঁচে গেছে সে। ধ্বংসস্তূপের মাঝে মৃত মা দুই হাতে আঁকড়ে ধরেছিল তাকে। মায়ের এই আশ্রয়ই এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে ওমরকে।

পাথরের স্তূপের মাঝে ছোট দুটো পা নড়তে দেখে তাকে উদ্ধার করে ওই উদ্ধারকারীরা। তবে ওমরের একটি পায়ের তিন জায়গা ভেঙেছে। আপাতত বাবার সঙ্গে হাসপাতালেই রয়েছে সে। তাকে কোলে জড়িয়ে বসে থাকা মোহাম্মদ আল হাদিদির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘তুই ছাড়া আর কেউ রইলো না’, গাজায় মৃত মায়ের আঁকড়ে থাকা ৫ মাসের শিশু উদ্ধার

হাদিদি বলেন, আমার আর কেউ রইলো না। তারা আল্লাহর কাছে চলে গেছে। শেষ সম্বল ওমর। তবে আমরাও আর বেশি দিন এখানে থাকতে চাই না। খুব শিগগিরই ওপারে গিয়ে পরিবারের সবার সঙ্গে মিলিত হবো। আল্লাহ যেন এটাকে খুব দীর্ঘায়িত না করেন।

কথাটা বলার সময় গলা ধরে আসছিল তার। চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ে পানি। আর খুদে খুদে চোখ মেলে বাবার মুখের দিকে তাকিয়ে মিষ্টি হাসছে ওমর। যেন কোথাও কোনও ধ্বংস নেই, মৃত্যু নেই!

‘তুই ছাড়া আর কেউ রইলো না’, গাজায় মৃত মায়ের আঁকড়ে থাকা ৫ মাসের শিশু উদ্ধার

হাদিদির তিন ছেলে সুহায়েব (১৩), ইয়াহিয়া (১১), আব্দের রহমান (৮) ও ওসামা (৬)। স্ত্রী মাহা আবু হাত্তাবের বয়স ছিল ৩৬ বছর।

ঈদের পরদিনই পরিবার হারিয়েছেন হাদিদি। কীভাবে ঘটলো সেই ঘটনা? সেদিনের স্মৃতি মনে পড়লেই শিউড়ে উঠছেন হাদিদি। বলছেন, ঈদের নতুন পোশাক পরে স্ত্রীর সঙ্গে খালার বাড়ি গিয়েছিল আমাদের চার সন্তান। গাজা শহরের বাইরের শাতি রিফিউজি ক্যাম্পে সেদিন রাতে থেকে গিয়েছিল ওরা। অনেক অনুরোধের পর অনুমতি দিয়েছিলাম। রাত তিনটা নাগাদ ভয়াবহ শব্দে ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা জানায়, রকেট হামলায় আমার আত্মীয়ের বাড়ি গুঁড়িয়ে গিয়েছে। ছুটে গিয়ে দেখি, গোটা এলাকা কার্যত মাঠে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেহাবশেষ। তার মধ্যে থেকেই ওমরকে খুঁজে পাই।

একা হাদিদি নন, গাজাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম একাধিক পরিবার। যারা প্রিয়জনকে হারিয়ে নিঃশব্দে মৃত্যুর দিন গুনছেন।

‘তুই ছাড়া আর কেউ রইলো না’, গাজায় মৃত মায়ের আঁকড়ে থাকা ৫ মাসের শিশু উদ্ধার

ছেলের মুখে আদর জড়ানো হাতের স্পর্শ লাগিয়ে হাদিদি বলেন, আমার সব ছেলে মায়ের দুধ পান করেছে। কিন্তু জন্মের পর থেকেই ওমর মায়ের বুকের দুধ পান করেনি।

'আল্লাহ আমাদের প্রস্তুত করছিলেন কিন্তু আমাদের কোনও ধারণাই ছিল না', বলেন তিনি।



সূত্র: সংবাদ প্রতিদিন

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের