X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

বাংলাসহ ১৩ ভাষা ব্যবহার করবে সৌদি হজ টিম

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২, ১৯:৫০আপডেট : ১৯ জুন ২০২২, ১৯:৫২

এ বছর পবিত্র হজ চলাকালে হাজিদের সঙ্গে বাংলাসহ ১৩টি ভাষায় কথা বলবে সৌদি আরবের হজ টিম। সৌদি পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, এসব ভাষায় হজযাত্রীদের সঙ্গে আলাপ করবেন তাদের মাঠ পর্যায়ের কর্মীরা। এই মাঠকর্মীদের কাছে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানতে পারবেন হাজিরা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

১৩টি ভাষার মধ্যে ইংরেজি, স্প্যানিশ, ইন্দোনেশিয়ান, জাপানি, ফার্সি, উর্দু, তুর্কি, পর্তুগিজ ও বাংলা ভাষা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

বহুভাষী কর্মীদের মোতায়েন করা হয়েছে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে।

করোনা মহামারির পর এবার প্রথম বারের মতো বিদেশি হজযাত্রীদের স্বাগত জানাচ্ছে সৌদি আরব। দেশটির হজমন্ত্রী মোহাম্মাদ আল-বিজাওয়ী রাষ্ট্র পরিচালিত টেলিভিশন আল-এখবারিয়াকে বলেছেন, ‘মহামারির কারণে দুই বছরের বাধার পর দেশের বাইরে থেকে অতিথিদের গ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

এর আগে ২০১৯ সালে পবিত্র হজ পালনে সৌদিতে জড়ো হয়েছিল সাড়ে ২৫ লাখ মুসল্লি। সে বছরের শেষ দিকেই চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। এক পর্যায়ে দুনিয়াজুড়ে এটি ছড়িয়ে পড়ে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২০২০ সালে মাত্র এক হাজার মুসল্লি নিয়ে হজের আয়োজন করে সৌদি সরকার।

করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায় এবার বিদেশিদেরও হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এজন্য হজযাত্রীদের করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।

এ বছর মোট ১০ লাখ মানুষ হজে অংশে নেবেন। এদের মধ্যে সাড়ে ৮ লাখ বা ৮৫ শতাংশই বিদেশি। আর দেড় লাখ সৌদির নাগরিক। হজে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য এজেন্সিগুলোও কাজ করে যাচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন ও আয়ারল্যান্ড
জেরুজালেমে জাতিসংঘের কার্যালয়ে আগুন দিলো ইসরায়েলি বিক্ষোভকারীরা
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২
সর্বশেষ খবর
শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা
শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা
বজ্রাঘাত প্রসঙ্গে কোরআন-হাদিসে যা বলা হয়েছে
বজ্রাঘাত প্রসঙ্গে কোরআন-হাদিসে যা বলা হয়েছে
স্পিন খেলতে স্লগ সুইপকে কৌশল বানিয়েছেন কোহলি 
স্পিন খেলতে স্লগ সুইপকে কৌশল বানিয়েছেন কোহলি 
মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন ও আয়ারল্যান্ড
মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে স্পেন ও আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি