X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হেফাজতে নারীর মৃত্যুর পর ইরানে জোরদার ‘হিজাববিরোধী’ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৯

ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তরুণীর মৃত্যুর ঘটনায় সোমবার দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভে ৫জন নিহতের খবর পাওয়া গেছে। আটক ও গ্রেফতার করা হয়েছে বেশ কিছু সংখ্যক বিক্ষোভকারীকে। শুক্রবার মাহশা আমিনি (২২) নামের নারীর মৃত্যুর কথা কর্তৃপক্ষ ঘোষণার পর থেকেই জনগণের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ১৩ সেপ্টেম্বর তেহরান সফরের সময় তাকে নৈতিকতা পুলিশ গ্রেফতার করেছিল। দেশটিতে কঠোর পোশাকবিধি বাস্তবায়নে নজরদারি করে থাকে এই পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি ইউনিভার্সিটিসহ তেহরানে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদেও অনেককে আটক করা হয়েছে।

ইসনা বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মধ্য তেহরানের ‘হিজাব সড়ক’ অভিমুখে নৈতিকতা পুলিশকে প্রত্যাখ্যান করে মিছিল বের করে।

ময়লা ঝুঁড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। ছবি: এপি

ফার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েকশ’ মানুষ স্লোগান দেয়। অনেকে নিজেদের হিজাব খুলে বিক্ষোভে অংশ নেয়। ব্যাটন ও টিয়ারগ্যাস ব্যবহার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থাটির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, অনেক নারীরা হিজাব খুলে বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ‘ইসলামি প্রজাতন্ত্র নিপাত যাক’ স্লোগান দিচ্ছিলেন।

তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।

একটি কুর্দি অধিকার গোষ্ঠী জানিয়েছে, সোমবার কুর্দি অধ্যুষিত অঞ্চলে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছে।

তেহরানে আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। ছবি: এপি

এর আগে রবিবার পুলিশ নিহত নারীদের প্রদেশ কুর্দিস্তানে বেশ কয়েকজনকে গ্রেফতার এবং বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এখানে বিক্ষোভে অংশ নিয়েছিলে পাঁচ শতাধিক মানুষ। বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করেছেন। ময়লার ঝুঁড়িতে অগ্নিসংযোগ করার ঘটনাও ঘটেছে।

ইরানের পোশাকবিধি অনুসারে নারীদের প্রকাশ্যে মাথায় হিজাব পরা বাধ্যতামূলক। এই আইন বাস্তবায়ন করে নৈতিকতা পুলিশ। দেশটিতে নারীদের আঁটসাঁট ট্রাউজার, ছেঁড়া জিন্স, হাঁটু দেখা যায় এমন পোশাক এবং উজ্জ্বল রঙের পোশাক পরা নিষিদ্ধ।

পুলিশ দাবি করে আসছে, গ্রেফতারকৃত নারীর সঙ্গে কর্মকর্তাদের কোনও শারীরিক সংস্পর্শ ছিল না।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ছবি: এপি

তেহরান পুলিশের প্রধান জেনারেল হোসেইন রাহিমি সোমবার বলেছেন, মাহশা আমিনি পোশাকবিধি লঙ্ঘন করেছেন। পুলিশ কর্মকর্তারা তার স্বজনদের শালীন পোশাক নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওই নারী পরতে অস্বীকৃতি জানিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন।

পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তার দাবি, পুলিশের পক্ষ থেকে কোনও অযাচিত ব্যবহার বা অবহেলা ছিল না।

আমিনি নিহতের ঘটনায় চলচ্চিত্র নির্মার্তা, শিল্পী, অ্যাথলেট, রাজনীতি ও ধর্মীয় নেতারা সোশাল মিডিয়াতে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হত্যাকাণ্ডে একটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তাও হেফাজতে ইরানি নারীর মৃত্যুতে তদন্তের আহ্বান জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ আইসিজে’র
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়