X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

আরব লিগে ফিরলো আসাদের সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ২২:১৬আপডেট : ০৭ মে ২০২৩, ২৩:১৭

এক দশকের সময় পর প্রভাবশালী আরব লিগে ফিরেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়া। গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের নিপীড়নের সূত্র সিরীয় যুদ্ধ শুরু হলে সংস্থাটিতে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল। রবিবার মিসরে আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থাটির বৈঠকে দেশটিকে পুনরায় অন্তর্ভুক্তির সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে আরবের দেশগুলোর সঙ্গে দামেস্কর সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে।

চলতি মাসের শেষ দিকে সৌদি আরবে আরব লিগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সিরিয়া সদস্যপদ ফিরে পাওয়ায় এতে অংশ গ্রহণ করতে পারবেন আসাদ।

এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গভীর মনোযোগের সঙ্গে আরব লিগের সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। বৃহত্তর আরব সহযোগিতা ও অংশীদারত্বের আহ্বান জানিয়েছে দেশটি।

দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বৈঠকে সংস্থাটির ২২টি দেশের মধ্যে ১৩টির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধের অবসান এবং শরণার্থী সংকট ও মাদকপাচার বন্ধের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। এসব লক্ষ্য অর্জনের জন্য মিসর, সৌদি আরব, লেবানন, জর্ডান ও ইরাকের সমন্বয়ে গঠিত একটি কমিটি সিরিয়াকে সহযোগিতা করবে।

জাতিসংঘের তথ্য অনুসারে, সিরিয়ার যুদ্ধে ৩ লাখের বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং লক্ষাধিককে আটক করা হয়েছে। ২ কোটির বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে দেশের অন্যত্র বা বিদেশে আশ্রয় নিয়েছেন।  

রাশিয়ার সামরিক সহযোগিতায় ২০১৫ সালে দেশের বেশিরভাগ ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পান প্রেসিডেন্ট আসাদ। এরপর আরব প্রতিবেশীরা তার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের পর সম্পর্ক পুনঃস্থাপনের প্রক্রিয়া গতি পায়।

গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দামেস্ক সফর করেছেন। বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, এতে করে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আরব দেশগুলোর ওপর নতুন চাপ তৈরি হয়।

 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান
সর্বশেষ খবর
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৮ জেলা
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৮ জেলা
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ
বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ