X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গাজার হাসপাতালে হামলায় ইসরায়েল দায়ী নয়: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৪আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে তেল আবিব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর চলমান সংঘাতে ইসরায়েলিদের প্রতি সংহতি প্রকাশে তিনি এই সফর করছেন। গাজার হাসপাতালে ভয়াবহ হামলার জন্য বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েলের বক্তব্যকেই সমর্থন করে তিনি বলেছেন, এই হামলার জন্য ইসরায়েল দায়ী নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার গাজার হাসপাতালে বিমান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছেন ফিলিস্তিনি ও হামাস কর্মকর্তারা। এই হামলায় অন্তত ৫০০ জন নিহতের দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছে, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের ব্যর্থ রকেট উৎক্ষেপণ এই হামলার জন্য দায়ী। গোষ্ঠীটি তা অস্বীকার করেছে।

বুধবার সকালে তেল আবিবে অবতরণ করে বাইডেনকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান। এ সময় তাকে অভ্যর্থনা জানান জানান নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বাইডেন বলেছেন, গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণে আমি গভীর মর্মাহত ও ক্ষুব্ধ। আমি যা দেখেছি তাতে মনে হচ্ছে অপর পক্ষ এটি ঘটিয়েছে, আপনারা নন।

বাইডেন আরও বলেন, কিন্তু অনেক মানুষ এই বিষয়ে নিশ্চিত নন। আমাদের অনেক কিছু অতিক্রম করতে হবে। বিশ্ব দেখছে। যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক শক্তির মতো ইসরায়েলেরও একটি মূল্যবোধ রয়েছে। তারা তাকিয়ে আমরা কী করতে যাচ্ছি তা দেখার জন্য।

এই সফরে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে আলোচনা করবেন বাইডেন। তাছাড়া ইসরায়েল সফর শেষে বুধবার জর্ডানের রাজধানী আম্মানে ফিলিস্তিন,মিসর ও জর্ডানের নেতাদের সঙ্গে বাইডেনের বৈঠকের কথা ছিল। কিন্তু অবরুদ্ধ গাজার হাসপাতালে হামলার পর পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে জর্ডান। জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ তথ্য জানিয়েছেন।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের আজ ১২তম দিন। এই সংঘাতে অন্তত তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। অপরদিকে হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের