X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মহাসচিবের মন্তব্যে ক্ষোভ: ‘শিক্ষা দিতে’ জাতিসংঘ কর্মীকে ভিসা দেয়নি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩, ২০:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:৩৮

ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মন্তব্যের কারণে সংস্থাটির মানবিক সহযোগিতা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাদ এরডান বলেছেন, বৈশ্বিক সংস্থাটিকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে গিলাদ এরডান বলেছেন, মহাসচিবের মন্তব্যের জন্য আমরা জাতিসংঘ প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানাব। আমরা ইতোমধ্যে মানবিক সহযোগিতা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিতের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছি। তাদেরকে শিক্ষা দেওয়ার সময় হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার গুতেরেস বলেছিলেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা কোনও কারণ ছাড়া হয়নি। ফিলিস্তিনিরা ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার। তারা তাদের ভূখণ্ডকে বসতিতে পরিণত হতে দেখেছেন। তাদের অর্থনীতি রুদ্ধ, তাদের মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের বাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্ভোগের অবসানের রাজনৈতিক সমাধানের আশাবাদ ম্লান হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেছিলেন, ফিলিস্তিনিদের দুর্ভোগ ইসরায়েলে হামাসের হামলার ন্যায্যতা দেয় না। একইভাবে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের সমষ্টিগত শাস্তি দেওয়াকেও যৌক্তিকতা দেয় না হামাসের হামলা।

গুতেরেস বলেছিলেন, অবরুদ্ধ ছিটমহলে আন্তর্জাতিক মানবিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ হচ্ছে। আমি স্পষ্ট করছি: সশস্ত্র সংঘাতে জড়িত কোনও পক্ষ আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।

এমন মন্তব্যের পর গুতেরেসের পদত্যাগ দাবি করেছিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত। তিনি দাবি করেছিলেন, নাৎসি হামাসের নৃশংস হত্যাযজ্ঞ নিয়ে মহাসচিবের দৃষ্টিভঙ্গি ‘মর্মান্তিক’।

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় এক দিনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার জবাবে দুই সপ্তাহ ধরে ইসরায়েলি বোমাবর্ষণে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

/এএ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ