জাতিসংঘের সাধারণ পরিষদ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। জাতিসংঘের এই প্রস্তাবকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন। শুক্রবার (২৮ অক্টোবর) গাজায় ‘মানবিক যুদ্ধবিরতির’ একটি প্রস্তাব সাধারণ পরিষদে গৃহীত হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন এক্সে (সাবেক টুইটার) বলেন, আমরা গাজার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করছি। এটি একটি জঘন্য প্রস্তাব।
কোহেন জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যানের পর বলেন, আমরা হামাসকে নির্মূল করতে চাই। যেভাবে নাৎসি ও আইএসকে নির্মূল করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, ফিলিস্তিন, মিসর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টি দেশ যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করে। এই প্রস্তাবটি ১২০/১৪ ভোটে পাস হয়েছে। ৪৫টি দেশ এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।
এই প্রস্তাবে, বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসনের নিন্দা করা হয়েছে। তাছাড়া সন্ত্রাসী কার্যক্রম ও নির্বিচারে আক্রমণ করা এবং কোন পক্ষকে উসকানি দেওয়া ইত্যাদি কাজের নিন্দা জানানো হয়েছে।
জাতিসংঘের এই প্রস্তাবের মাধ্যমে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তাছাড়া এই প্রস্তাবে সহিংসতা বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।
সাধারণ পরিষদে কোনও দেশের ভেটো ক্ষমতা নেই। তবে এই পরিষদে গৃহীত প্রস্তাব বাস্তবায়নের কোনও আইনি বাধ্যবাধকতা নেই, কিন্তু রাজনৈতিক গুরুত্ব রয়েছে।
এর আগে গত কয়েক দিনে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে একাধিক প্রস্তাব উত্থাপন করা হলেও কোনোটিই পাস হয়নি।