X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

গাজায় এবার ‘মানবিক বিরতির’ আহ্বান জানালো জি-৭

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৩, ১৮:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১২:৩৮

বেসামরিক ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকায় ‘মানবিক বিরতি’র আহ্বান জানিয়েছে পশ্চিমা সাত শক্তির রাজনৈতিক জোট গ্রুপ অব সেভেন বা জি-৭ । বুধবার জাপানের টোকিওতে  জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তাদের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল গাজা যুদ্ধ। বৈঠক শেষে এ বিষয়ে একটি যৌথ বিবৃতিও দিয়েছেন তারা।

বিবৃতিতে, হামাসের নিন্দা জানিয়ে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর চরমপন্থি দখলদারদের সহিংসতা অগ্রহণযোগ্য, যা পশ্চিম তীরে নিরাপত্তাকে দুর্বল করে এবং একটি স্থায়ী শান্তির সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দেয়।’ একইসঙ্গে গাজায় ত্রাণসহায়তা প্রবেশ, বেসামরিক নাগরিকদের চলাচল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে মানবিক বিরতি দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। পাল্টা হামলায় গাজায় টানা বিমান হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাস ধরে এই হামলা-পাল্টা হামলা চলছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুসারে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের প্রায় ৪০ শতাংশই শিশু।

/এএকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
সর্বশেষ খবর
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার হোসেন
সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’