X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে হুথিদের আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩

দক্ষিণ লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় তিনটি বাণিজ্যিক জাহাজ আক্রমণের শিকার হয়েছে। এসময় ইসরায়েলি দুটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। রবিবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হুথি অধিকৃত অঞ্চল থেকে এসব হামলা করা হয়েছে।

এক বিবৃতিতে হুথি’র মুখপাত্র জানান, ইয়েমেনের জনগণের দাবি আদায় ও ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে ইসলামি দেশগুলোর দৃষ্টি আকর্ষণের উদ্দেশে এ হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর সাহায্যের ডাকে সাড়া দেয় যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে। বাণিজ্যিক জাহাজকে সাহায্যকালে কার্নে তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তারা বিশ্বের একাধিক দেশের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক ক্রুদের জীবন বিপন্ন করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের এ হামলার পেছনে ইরান যুক্ত রয়েছে। এমন ধারণা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে বলেও জানানো হয়।

‘আন্তর্জাতিক মিত্র ও অংশীদারদের’ সঙ্গে মিলে এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের ওপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার জেরে গাজা উপত্যকায় যুদ্ধের সূত্রপাত হয়। পেন্টাগন জানিয়েছে, এর পর ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরে চলাচল করা জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

মূলত, ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথিরা। এসব ঘটনায় বরাবরই ইরানের সংশ্লিষ্টতার দাবি করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে দেশ দুটির এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান।

/এএকে/
সম্পর্কিত
ল্যাভরভ ও আরাঘচির বৈঠক, সংঘাত সমাধানে নতুন করে সহায়তার প্রস্তাব
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ বহু মানুষ
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা
নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
নেপালে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
ভুয়া ওষুধ ও স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারী ল্যাব সিলগালা, ম্যানেজার কারাগারে
ভুয়া ওষুধ ও স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারী ল্যাব সিলগালা, ম্যানেজার কারাগারে
যত বেশি অলরাউন্ডার খেলবে, দলের জন্য ভালো: সাইফউদ্দিন
যত বেশি অলরাউন্ডার খেলবে, দলের জন্য ভালো: সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার