X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ইরানপন্থিদের স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ২১:২০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:২০

সিরিয়ায় ইরানপন্থিদের অবস্থানে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার (৮ জানুয়ারি) এই হামলা শুরু হয়েছে। হামলার বিষয়ে অবগত ছয়টি সূত্র জানিয়েছে, কার্গো ট্রাক, স্থাপনা ও অঞ্চলটিতে ইরানপন্থিদের অস্ত্রের সরবরাহে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর এই হামলা চালানো হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সূত্রগুলোর মধ্যে সিরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা ও দামেস্ককে সমর্থনকারী একটি আঞ্চলিক জোটের এক কমান্ডার বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় হামলা ও লেবাননে গোলাবর্ষণের কৌশল পরিবর্তন করেছে ইসরায়েল। তারা এখন সিরিয়ায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে।

গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরানপন্থিদের অবস্থানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর মধ্যে লেবাননের ইরানপন্থি গোষ্ঠী হিজবুল্লাহ সক্রিয় থাকা অঞ্চলগুলোতেও হামলা চালিয়েছে তারা। কিন্তু এখন বড় ধরনের প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ইরানের অস্ত্র সরবরাহ ও সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।

হিজবুল্লাহর চিন্তা-ভাবনার সঙ্গে পরিচিত এই আঞ্চলিক জোটের কমান্ডার ও অপর দুটি সূত্র জানিয়েছে, সিরিয়ায় হামলার অলিখিত চুক্তি পরিত্যাগ করেছে ইসরায়েল। এখন তারা সিরিয়ায় হিজবুল্লাহকে সতর্ক করতে নয়, ক্ষতি করতে হামলা চালাচ্ছে।

ওই কমান্ডার বলেছেন, ইসরায়েলিরা আগে সতর্ক করে গোলাবর্ষণ করত। এগুলো প্রথমে ট্রাক বা আমাদের যোদ্ধাদের কাছাকাছি আঘাত করত। তখন যোদ্ধারা ট্রাক থেকে নেমে যাওয়ার সময় পেত। কিন্তু এখন আর তা করছে না তারা। এখন ইরানি অস্ত্র সরবরাহে প্রাণঘাতী ও নিয়মিত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা সরাসরি বোমাবর্ষণ করছে, তারা হত্যা করতে বোমা ফেলছে।

এসব হামলায় গত তিন মাসে সিরিয়ায় ১৯ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। ২০২৩ সালের বাকি মাসগুলোর তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে ১৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

সিরিয়ায় হামলার তীব্রতা বৃদ্ধির বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ইসরায়েল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বলেছেন, ৮ অক্টোবর হামলার এই পর্যায় শুরু করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের কৌশল হলো পাল্টা হামলা।

গত মাসে সিরিয়ায় একটি কথিত ইসরায়েলি হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেছিলেন, ইসরায়েলের সেনারা পুরো অঞ্চলজুড়ে সক্রিয়। ইসরায়েলের নিজেকে রক্ষার দৃঢ়তা প্রমাণে প্রয়োজনীয় যেকোনও পদক্ষেপ গ্রহণ করবে।

/এএ/
সম্পর্কিত
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
সর্বশেষ খবর
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু