X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৭:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:৫২

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে সোমবার (২২ জানুয়ারি) ব্রাসেলসে জড়ো হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। মূল আলোচনার আগে ইউক্রেন, লিগ অব আরব স্টেটস, ইসরায়েল, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং অন্যান্য প্রতিনিধিদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করবেন ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা, আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতের পরিকল্পনা করা হয়েছে।

সাংবাদিকদের বোরেল বলেছিলেন, মধ্যপ্রাচ্যের অনেক অতিথির উপস্থিতিতে এই বৈঠকটি ‘ব্যতিক্রমী’ হয়ে উঠবে।

বেসামরিক হতাহতের ঘটনা এবং সংঘর্ষের কথা উল্লেখ করে বোরেল জানতে চান, মৃত্যুর সংখ্যা ‘আর কত হলে অনেক বেশি হবে?’ এবং চলমান এই সংঘাত এভাবে আর ‘কতদিন চলবে?’

তিনি জোর দিয়ে বলেছিলেন, মন্ত্রীদের অবশ্যই শান্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলা শুরু করতে হবে।

বোরেল আরও বলেন, ‘শুধু সামরিক শক্তি ব্যবহার করে শান্তি এবং স্থিতিশীলতা তৈরি করা যায় না।’

অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টা করার জন্য বেলজিয়ামের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্ন জোর দিয়ে বলেছিলেন, ইউক্রেন প্যারিসে কাছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ পাবে। তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর, বিশেষ করে পশ্চিম তীরে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের আশা প্রকাশ করেছেন।

গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। তাদের এ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ৬২ হাজার ৬৮১ জন।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
সর্বশেষ খবর
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ