X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

ইয়েমেনে হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার চালানো এ হামলায় হুথিদের সাতটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

মানববিহীন এই বিমান হামলাকে আত্মরক্ষার জন্য হামলা বলে উল্লেখ করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলি লোহিত সাগরে বাণিজ্য জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল।

এদিকে, বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, তারা লোহিত সাগরে হামলাকারী এক বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সময় ইসারায়েলের বন্দর নগরী ইলাতে সাইরেন বাজছিল। তবে হামলার জন্য কারা দায়ী তা উল্লেখ করেনি ইসরায়েলি বাহিনী।

এর আগে ইলাতসহ ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালেস্টিক হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত মিলিশিয়া দলটি।  

গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সাথে সংযুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথিরা।

বেসামরিক নাগরিক,বেসামরিক জাহাজ এবং নিরাপরাধ নাবিকদের উপর হুথিদের হামলাকে সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তবে হুথিদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালিয়েছে তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম।

/এস/
সম্পর্কিত
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
সর্বশেষ খবর
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
৫০০ কর্মীর সমন্বয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’