X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী কাতার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৫

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছেন, পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতির সমঝোতার বিষয়ে দোহা আশাবাদী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে হামাসের রাজনৈতিক ব্যুরো অবস্থান করছে। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠীটির চলমান সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে দেশটি। এই কূটনৈতিক উদ্যোগে যুক্তরাষ্ট্র ও মিসরও জড়িত।

নিয়মিত ব্রিফিংয়ে কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আমরা এখনও আশাবাদী। তবে আজ বা কাল কিছু ঘোষণা করা সম্ভব হবে, এমন কোনও আশাবাদ নেই আমাদের। কিন্তু আমরা আশা করছি কোনও এক ধরনের সমঝোতা হবে।

তিনি বলেছেন, আমরা বলেছিলাম যে রমজান বিতর্কের একটি কেন্দ্র হতে যাচ্ছে, এটি একটি সংঘর্ষের চূড়া হতে চলেছে। আমরা বলেছিলাম যে রমজান শুরুর আগে একটি বিরতির জন্য চাপ দিতে যাচ্ছি। এই লক্ষ্যের জন্য আমরা সবাই কাজ করছি। কিন্তু সরেজমিন পরিস্থিতি এখনও জটিল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, গাজায় একটি নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হতে পারে। ১১ মার্চ শুরু হবে রমজান মাস।

বাইডেনের মন্তব্যের পর হামাস কর্মকর্তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য সরেজমিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অপরিণত। সমঝোতার বিষয়ে এখনও অনেক ফারাক রয়েছে, যা পূর্ণ হওয়া প্রয়োজন।

কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনসারি বলেছেন, এখন পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করছি।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় বিমান, স্থল ও সাগরপথে আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৯ হাজার ৮৭৮ জন। এএফপির পরিসংখ্যান অনুসারে, হামাসের পরিচালিত হামলায় দক্ষিণ ইসরায়েলে ১ হাজার ১৬০ জন নিহত হয়েছিলেন। 

ইসরায়েল বলে আসছে, প্রায় ২৫০ জন জিম্মিকে গাজায় নিয়ে যায় হামাস। এদের মধ্যে ১৩০ জন এখনও হামাসের জিম্মায় রয়েছেন। যদিও ধারণা করা হচ্ছে, এদের মধ্যে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

নভেম্বরে এক সপ্তাহের বিরতিতে শতাধিক জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। মুক্তদের মধ্যে ৮০ জন ইসরায়েলি ছিলেন। বিনিময়ে ২৪০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল।

গত রবিবার দোহায় মিলিত হয়েছিলেন মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। আলোচনায় ইসরায়েলি ও হামাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মিসরের সরকার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। প্যারিসে চারদেশীয় বৈঠকের পর দোহায় তারা মিলিত হয়েছিলেন। যদিও প্যারিসের বৈঠকে হামাসের কেউ উপস্থিত ছিলেন না।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সিএনএনকে বলেছিলেন, প্যারিসের বৈঠকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি মুক্তির সমঝোতা কেমন হবে, সেটির মৌলিক রূপরেখায় চার দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে