X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪, ১৩:০৪আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৫:১৪

ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও ভোট হতে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে ভোট দিতে যাচ্ছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। আজ শুক্রবার (২২ মার্চ) এই ভোট অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গাজায় আরও মানবিক সহায়তা এবং বেসামরিক নাগরিকদের আরও ভালো সুরক্ষা দেওয়ার জন্য মিত্র দেশ ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ মার্চ) ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব দিয়েছিল দেশটি।

জাতিসংঘে মার্কিন মিশনের মুখপাত্র নেট ইভানস বৃহস্পতিবার বলেছেন, ১৫ আসনের নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে ‘কয়েক দফা আলোচনার’ পর এই রেজোল্যুশনটি এসেছে।

রেজোল্যুশনটিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনকে আরও কঠোর হতে দেখা গেছে। পাঁচ মাসব্যাপী দীর্ঘ এই যুদ্ধের শুরুতে ‘যুদ্ধবিরতি’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বিষয়ক কয়েকটি প্রস্তাবে ভেটোও দিয়েছিল দেশটি।

রয়টার্সের দেখা রেজোল্যুশনটিতে বলা হয়েছে, গাজায় প্রায় ছয় সপ্তাহ স্থায়ী একটি ‘তাৎক্ষণিক এবং টেকসই যুদ্ধবিরতি’ সেখানকার বেসামরিক নাগরিকদের রক্ষা করবে। একইসঙ্গে সেখানে মানবিক সহায়তা প্রদানের অনুমতিও দেবে।

রেজোল্যুশনটি তৈরি করেছে মধস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার। এটিতে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে একটি ‘স্থায়ী শান্তি’ স্থাপনের প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।

নিরাপত্তা পরিষদে পাস হওয়ার জন্য একটি প্রস্তাবের পক্ষে কমপক্ষে নয়টি ভোট পড়তে হয় এবং সেটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীন কোনও ভেটো থাকা যাবে না।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, তিনি বিশ্বাস করেন কাতারে আলোচনার পর প্রস্তাবিত এই রেজোল্যুশনটির এখনও একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং ৪০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
ডনেস্কের একটি গ্রাম দখল করলো রাশিয়া
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
সর্বশেষ খবর
দুই রঙে ভিভোর নতুন স্মার্টফোন
দুই রঙে ভিভোর নতুন স্মার্টফোন
জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশের তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা
জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশের তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে