X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আল-শিফা হাসপাতাল থেকে কয়েক শ’ যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪, ২০:১৫আপডেট : ২২ মার্চ ২০২৪, ২০:২১

গাজার প্রধান হাসপাতাল থেকে হামাস ও ইসলামিক জিহাদের কয়েক শ’ যোদ্ধাকে বন্দি করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এদের মধ্যে কয়েক  জন গোয়েন্দা  কর্মকর্তা ও সামরিক কমান্ডার রয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) গভীর রাতে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, স্পেশাল ফোর্স ইউনিট ছদ্মবেশের কৌশল ধারণ করে ফিলিস্তিনি যোদ্ধাদের আচমকা হামলা চালিয়েছে।  ইতোমধ্যে হামাস ও ইসলামিক জিহাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।

বন্দি হওয়া যোদ্ধাদের মধ্যে ইসলামিক জিহাদের তিন জন সিনিয়র সামরিক কমান্ডার ও হামাসের দুই কর্মকর্তা রয়েছেন। এদের একজন পশ্চিম তীরের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং অপরজন হামাসের অভ্যন্তরীণ গোয়েন্দা কর্মকর্তা।

হাগারি বলেছেন, যারা আত্মসমর্পণ না করে আমাদের সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের নির্মূল (হত্যা) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে একটি ছবি প্রদর্শন করেছেন তিনি। দাবি করেছেন, ছবিতে থাকা ব্যক্তিদের বন্দি করা হয়েছে।

তবে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হাগারির দেখানো ছবিতে জঙ্গিরা রয়েছে। তবে তাদের বন্দি করা হয়নি। ভুলের কারণে এমনটি হয়েছে।

হামাস পরিচালিত সরকারের মিডিয়া কার্যালয়ের প্রধান ইসমাইল আল-তাওয়াবতা বলেছেন, ইসরায়েল জঙ্গি হিসেবে চিকিৎসাকর্মী ও দেশের বাইরের মানুষদের অন্তর্ভুক্ত করে দেশটির সেনাবাহিনী হাসপাতালে  হামলার ন্যায্যতা দিতে ভুল আখ্যান ছড়াচ্ছে।

সোমবার ভোর থেকে ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতালে প্রবেশ করে হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই করে আসছে।

যুদ্ধের আগে গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল ছিল আল-শিফা। এটি এখন উপত্যকাজুড়ে আংশিক চালু থাকা হাসপাতালগুলোর একটি। এখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও আশ্রয়  নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ