অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক এক সার্জেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট এলোর আজারিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আজারিয়ার বিরুদ্ধে দখলকৃত পশ্চিম তীরে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নিষেধাজ্ঞার ফলে সার্জেন্ট এলোর আজারিয়া ও তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতাকে ব্যাহত করার সঙ্গে জড়িত বা বড় ধরনের ভূমিকা রাখার জন্য আরও ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে মার্কিন প্রশাসন পশ্চিম তীরে ও গাজা উপত্যকায় সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই সময়, মার্কিন প্রশাসন বলেছিল, তারা শান্তি প্রক্রিয়াকে ব্যাহতকারী এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ এবং অবৈধ বসতি স্থাপন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষায় ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আসছে।