X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতি: দোহায় আলোচনা করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ২৩:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ২৩:৪১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য আলোচনার জন্য আগামী কয়েক দিনের মধ্যে দোহায় বসতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগস্টে ইসরায়েল ও হামাসের মধ্যে কয়েক মাস ধরে চলা আলোচনা কোনও চুক্তি ছাড়াই ভেস্তে যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর থেকে উভয় পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। সেই আলোচনায় মধ্যস্থতা করেছিল কাতার ও মিসর।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রবিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহা সফর করবেন। সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক উইলিয়াম বার্নসও আলোচনায় উপস্থিত থাকবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে সফর করছেন। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহতের পর আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের মতে, সিনওয়ার ছিলেন চুক্তিতে প্রধান বাধা।

ব্লিঙ্কেন সাংবাদিকদের জানান, আমরা এই মুহূর্তকে কাজে লাগানোর জন্য বিভিন্ন বিকল্প এবং প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি, আমাদের মধ্যস্থতাকারীরা আগামী কয়েক দিনের মধ্যে আবারও আলোচনায় বসবেন।

তবে হামাস নতুন আলোচনা করতে প্রস্তুত কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছেন ব্লিঙ্কেন। তিনি হামাসকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান এবং কাতারি ও মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করার আহ্বান জানান।

ব্লিঙ্কেন বলেন, যুদ্ধবিরতি ও জিম্মিদের বিষয়ে আলোচনায় ফিরে যাওয়ার জন্য আমরা একাধিক বিকল্প খুঁজছি, যাতে চূড়ান্ত ফলাফলে পৌঁছানো যায়।

সিনওয়ারের মৃত্যুর পর ইসরায়েল উত্তর গাজায় অভিযান জোরালো করেছে। ফিলিস্তিন ও জাতিসংঘ সংস্থাগুলোর আশঙ্কা অনুযায়ী, উপত্যকার উত্তর অংশকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা হতে পারে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি জানান, আলোচনার শেষ ধাপে প্রস্তাবিত একটি পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এখনও স্পষ্ট নয়, কীভাবে এগিয়ে যাওয়া হবে। তবে কাতারের কর্মকর্তারা সম্প্রতি দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে জুলাই মাসে ইসরায়েল হত্যা করলে ইয়াহিয়া সিনওয়ার নতুন নেতা হন। তবে তার মৃত্যুর পর এখনও নতুন উত্তরসূরী ঘোষণা করা হয়নি।

শেখ মোহাম্মদ আরও বলেন, মিসর হামাসের সঙ্গে পৃথক আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি আশাবাদী এসব আলোচনা থেকে ইতিবাচক কিছু ফলাফল আসবে।

 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’