X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে লেবাননের যুদ্ধবিরতি প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১০:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩

লেবাননে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। বৈরুতের কাছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে টানা তৃতীয় দিনের মতো ভারী বিমান হামলা চলছে। একইসঙ্গে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশেও আঘাত করেছে ইসরায়েলি বাহিনী। ফলে যুদ্ধবিরতির প্রচেষ্টায় উন্নতির উল্লেখযোগ্য কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুটনীতিকরা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত সূত্র জানিয়েছে, দাহিয়েহ নামে পরিচিত শহরতলির আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। সেখানে ইসরায়েলি হামলায় পাঁচটি ভবন ধ্বংস হয়েছে।

আয়াত নামের ৩৩ বছর বয়সী এক লেবানিজ নারী রয়টার্সকে বলেন, ‘আমরা বলছিলাম, ঈশ্বর আমাদের সাহায্য করুন।’

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমানগুলো অস্ত্র গুদাম, সামরিক সদর দফতর ও হিজবুল্লাহর অন্যান্য স্থানগুলোকে লক্ষ্যবস্তু করছে।

কর্তৃপক্ষ ও লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় বালবেক শহরে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আর দক্ষিণ লেবাননের শহরগুলোতে নিহত হয়েছেন ১১ জন।

তবে আশার কথা হলো, লেবাননে বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির কাছে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব পেশ করেছেন। লেবাননের দুই সিনিয়র রাজনৈতিক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

সূত্র জানিয়েছে, অন্তত কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রথম লিখিত প্রস্তাব এই খসড়া।

একটি সূত্র রয়টার্সকে বলেছে, ‘এটি লেবাননের পক্ষ থেকে পর্যবেক্ষণ পাওয়ার জন্য একটি খসড়া।’

প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বৈরুতে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চলছে।’

/এএকে/
সম্পর্কিত
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন