X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আসাদ কি মস্কোতে, প্রশ্নের জবাবে যা বললো ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মস্কোয় আশ্রয় নেওয়ার খবর নিশ্চিত করেনি ক্রেমলিন। সোমবার (৯ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই বিষয়ে তাদের কোনও মন্তব্য নেই। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেন, আসাদের অবস্থান সম্পর্কে আমাদের কাছে বলার মতো কিছু নেই।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো রবিবার জানিয়েছিল, বিদ্রোহী গোষ্ঠীর দখলে দামেস্ক যাওয়ার পরপরই আসাদ এবং তার পরিবার মস্কোয় আশ্রয় নেন। আসাদের ছেলে আগে থেকেই রাশিয়ার রাজধানীতে পড়াশোনা করছিলেন।

পেসকভ জানান, যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে আশ্রয় দেয়, তবে এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত হবে। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া নেওয়া সম্ভব নয়। তবে পুতিনের সঙ্গে আসাদের কোনও সাক্ষাৎসূচি নেই।

রাশিয়া পূর্বেও ক্ষমতাচ্যুত নেতাদের আশ্রয় দিয়েছে। এর মধ্যে আছেন সাবেক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।

সিরিয়ার সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে পেসকভ বলেন, ঘটনাগুলো পুরো বিশ্বকে বিস্মিত করেছে। আমরা এর ব্যতিক্রম নই।

সিরিয়ায় রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ সেনা ও নৌঘাঁটি রয়েছে। ২০১৫ সালে আসাদের পক্ষে সামরিক অভিযান শুরু করে মস্কো।

পেসকভ বলেন, এখন এক জটিল সময় আসবে। নিরাপত্তার প্রশ্নে আলোচনা প্রয়োজন হবে।

রাশিয়ার ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। বিষয়টি সিরিয়ার নতুন ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে।

তিনি আরও জানান, ঘাঁটিগুলোর নিরাপত্তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামরিক বাহিনী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

রুশ বার্তা সংস্থাগুলো রবিবার জানায়, আসাদবিরোধী বিদ্রোহীরা রুশ সেনা ঘাঁটি এবং কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, মস্কোতে সিরিয়ার দূতাবাসে বিদ্রোহী গোষ্ঠীর পতাকা উত্তোলন করা হয়েছে। দূতাবাসের একজন মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটি স্বাভাবিকভাবেই কাজ করছে।

তুরস্কের সঙ্গে ক্রেমলিনের আলোচনার বিষয়েও মন্তব্য করেন পেসকভ। তিনি বলেন, তুরস্ক বিদ্রোহীদের সমর্থন করে। এ পরিস্থিতিতে সব দেশের সঙ্গে সংলাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

/এএ/
সম্পর্কিত
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক শিগগিরই
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
সর্বশেষ খবর
গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল
গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা নাগরিক চট্টগ্রামে আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা নাগরিক চট্টগ্রামে আটক
ব্রাজিলের পছন্দের তালিকায় থাকা কোচ বরখাস্ত
ব্রাজিলের পছন্দের তালিকায় থাকা কোচ বরখাস্ত
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার