X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

লেবাননে হামলায় জাতিসংঘের জ্যেষ্ঠ শান্তিরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের বিদায়ী উপপ্রধান এক হামলায় আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিল (ইউএনআইএফআইএল) এক বিবৃতিতে জানায়, গাড়িবহরটি শান্তিরক্ষীদের বৈরুত বিমানবন্দরে নিয়ে যাচ্ছিল। তখন এটি হামলার শিকার হয় এবং তাদের একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মিশনটি লেবানন কর্তৃপক্ষের কাছে 'সম্পূর্ণ ও তাৎক্ষণিক' তদন্তের দাবি জানিয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং লেবাননের সেনাবাহিনী ইউনিফিলের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে কাজ করার অঙ্গীকার করেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে,  জাতিসংঘের  একটি সাদা যানবাহনে আগুন জ্বলছে আর একদল হলুদ পতাকাবাহী যুবক শান্তিরক্ষীদের তাড়া করছে।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, একদল লোক চিৎকার করতে করতে জাতিসংঘের তিনটি গাড়িবহরকে লাথি মারছে, আঘাত করছে এবং অন্ধকার রাস্তার ওপর সেগুলোর ওপর উঠে যাচ্ছে।

ইউনিফিলের (ইউএনআইএফআইএল) আহত উপপ্রধান, যার নাম প্রকাশ করা হয়নি, মিশন শেষ করে নিজ দেশে ফিরছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শান্তিরক্ষীদের ওপর এই জঘন্য হামলায় আমরা স্তম্ভিত। কারণ তারা দক্ষিণ লেবাননে কঠিন সময়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছিলেন।'

'শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আমরা লেবানন কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ ও তাৎক্ষণিক তদন্তের দাবি জানাই এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।'

হিজবুল্লাহ-সমর্থিত আমাল আন্দোলন বলেছে, 'ইউনিফিলের ওপর হামলা দক্ষিণ লেবাননের ওপর হামলার সমান' এবং এটিকে 'গৃহশান্তিতে আঘাত' বলে বর্ণনা করেছে।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল-হাজ্জার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছেন,  হামলাক 'শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে অপরাধ' বলে উল্লেখ করেছেন। এর প্রেক্ষিতে শনিবার একটি নিরাপত্তা বৈঠক আহ্বান করবেন তিনি।

/এস/
সম্পর্কিত
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
সর্বশেষ খবর
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী