X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের অনুমোদনে ইসরায়েলে পৌঁছালো ভারী বোমার চালান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারী এমকে-৮৪ বোমার চালান পেলো ইসরায়েল। এই বোমার রপ্তানির ওপর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তা তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে এই চালান অনুমোদন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ডেটোনা বিচে সংক্ষিপ্ত সফর শেষে রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ফিরে আসেন ট্রাম্প। এসময় সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েলে বোমা রপ্তানির ওপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন তিনি, যদিও সেখানে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে।

ট্রাম্প বলেন,তারা (ইসরায়েল) বহু আগেই বাইডেন প্রশাসনের সঙ্গে এই অস্ত্রের জন্য চুক্তি করেছিল। কিন্তু বাইডেন সেগুলো সরবরাহ করতে চাননি। আমি বিষয়টিকে ভিন্নভাবে দেখি। আমি বলি, ‘শক্তির মাধ্যমে শান্তি’।

তিনি আরও বলেন, এই অস্ত্রগুলো পড়ে ছিল। কেউ জানত না, এগুলো কী করা হবে। কিন্তু ইসরায়েল সেগুলো কিনেছিল।

এমকে-৮৪ হলো একটি অগ্রপথনির্দেশিত ২ হাজার পাউন্ড ওজনের বোমা, যা মোটা কংক্রিট ও ধাতব কাঠামো ভেদ করতে সক্ষম। এটি বিশাল বিস্ফোরণ তৈরি করে।

বাইডেন প্রশাসন এই বোমার রপ্তানির অনুমতি দেয়নি, কারণ এটি গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক প্রভাব ফেলতে পারে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার গভীর রাতে বলেন,  ট্রাম্প প্রশাসনের ছাড়পত্রে যে অস্ত্রের চালান আজ রাতে ইসরায়েলে এসেছে, তা বিমান বাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী মৈত্রীর আরেকটি প্রমাণ।

এই চালানটি এমন এক সময়ে এসেছে যখন গাজার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ করছে। গাজায় জিম্মি বিনিময় ও বন্দি মুক্তির জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও, সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে, যা যুদ্ধ শুরুর পর থেকে বেড়েছে।

/এস/
সম্পর্কিত
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
সামগ্রিক যুদ্ধ সক্ষমতা যাচাই করতে ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া
সর্বশেষ খবর
স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ
স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ
আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা 
আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই: প্রধান উপদেষ্টা 
ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’  
ফ্রান্স ও কানাডার চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’  
পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন, ভেঙে ফেলছে সিডিএ
পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছিল বহুতল ভবন, ভেঙে ফেলছে সিডিএ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’