X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সিরিয়ায় শুরু হচ্ছে জাতীয় সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২

সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় সংলাপ শুরু করতে যাচ্ছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সম্মেলন আয়োজন কমিটির দুই কর্মকর্তা বলেছেন, গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দেশটির জন্য নতুন রাজনৈতিক গতিপথ নির্ধারণে এই সংলাপের আয়োজন করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

কমিটির পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে, গত এক সপ্তাহে সিরিয়াজুড়ে চার হাজারের বেশি মানুষের সঙ্গে আলোচনা করেছেন প্রস্তুতি কমিটির সাত সদস্য। নতুন সংবিধান ঘোষণা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে ওই পদক্ষেপ নেওয়া হয়। 

ক্ষমতা গ্রহণের পর থেকেই নৃতাত্ত্বিক বৈচিত্র্যসম্পন্ন ও বহু ধর্মভিত্তিক দেশ সিরিয়াতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অবকাঠামো প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছে নতুন শাসকগোষ্ঠী। এর মাধ্যমে দেশটির ওপর দীর্ঘদিন ধরে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আশা করছে তারা। এজন্যই তাদের এই সম্মেলনের ওপর কড়া নজর থাকবে পশ্চিমা দেশগুলোর।   

কমিটির সদস্য হাসান দুঘেইম বলেছেন, সংলাপের জন্য দুদিন সময় নির্ধারণ করা হলেও, প্রয়োজনে এর সময় বর্ধিত করা হতে পারে। এছাড়া, কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী মাসে নতুন সরকার গঠিত হতে পারে।

আসাদ পরিবারের অর্ধশতাব্দীর বেশি শাসন অবসানের অন্যতম গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস (এইচটিএস) গত ৮ ডিসেম্বর দামেস্ক দখল করে। আল কায়েদার সাবেক সহযোগী এই গোষ্ঠী শুরু থেকেই জাতীয় সম্মেলন আয়োজনের ওপর জোর দিয়ে আসছে।

এইচটিএস কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, নতুন সংবিধান প্রণয়নে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হচ্ছে। সংবিধান রচনায় প্রায় তিন বছর সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। এরপর সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সবমিলিয়ে, প্রায় চার বছর পর নির্বাচন হতে পারে দেশটিতে।

/এসকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ