X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫, ২৩:৪৮আপডেট : ১১ মার্চ ২০২৫, ২৩:৪৮

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযানে গত ২৪ ঘণ্টায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক ৬০ বছর বয়সী নারী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া পূর্ববর্তী ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে আলাদা বিবৃতিতে জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত জানুয়ারি থেকে পশ্চিম তীরের উত্তরের শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্য হলেও অসংখ্য নিরীহ বেসামরিক নাগরিকও রয়েছেন। 

গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে পশ্চিম তীরে অভিযান শুরু হলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। ইসরায়েলি বাহিনী জেনিন ও এর আশেপাশের শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ঘরবাড়ি, রাস্তা ও পানির পাইপসহ অবকাঠামো ধ্বংস করেছে। 

ইসরায়েল বলছে, ইরান-সমর্থিত হামাস ও ইসলামিক জিহাদসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি গড়ে তোলা অঞ্চলগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। ১৯৪৮ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় যেসব ফিলিস্তিনি পালিয়ে গিয়েছিলেন বা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছিল, তাদের বংশধরদের জন্য এসব ঘনবসতিপূর্ণ শহর গড়ে তোলা হয়েছিল। 

ফ্রান্স ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অভিযানের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। 

মঙ্গলবার জেনিনে একটি বাড়িতে অবস্থানরত সশস্ত্র ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের বিশেষ বাহিনীর গোলাগুলিতে দুজন নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে। আলাদা আরেকটি ঘটনায় ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, চেকপোস্ট থেকে গুলি চালিয়ে ইসরায়েলি সেনারা ৬০ বছর বয়সী এক নারীকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। 

এর আগের দিন এক ফিলিস্তিনি ব্যক্তির মোটরসাইকেলে ইসরায়েলি সেনাবাহিনীর গাড়ি ধাক্কা দিলে তিনি নিহত হন বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ আরও বলেছে, জেনিনে নিরাপত্তা বাহিনীর সদর দফতরে পূর্ববর্তী ঘটনায় গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে তাদের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। এই ঘটনায় হামাস সতর্ক করে বলেছে, এর গুরুতর পরিণতি হতে পারে। 

মঙ্গলবার শহরজুড়ে গোলাগুলির সময় ইসরায়েলি বাহিনী ১০ ফিলিস্তিনিকে আটক করেছে এবং অস্ত্রভর্তি দুটি গাড়ি জব্দ করেছে বলে সেনাবাহিনী দাবি করেছে। 

এদিকে মঙ্গলবার পৃথক আরেকটি ঘটনায় জেনিন থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে রামাল্লার কাছে উম্মে সাফা গ্রামে ইসরায়েলি সেটেলাররা হামলা চালিয়ে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে গ্রাম পরিষদের প্রধান জানিয়েছেন। 

এই ঘটনায় পশ্চিম তীরে উত্তেজনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি