X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের বিমান হামলার জবাবে ‘নতুন যুদ্ধের’ হুঁশিয়ারি দিল লেবানন 

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৪:৩৭আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৪:৩৭

ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারে একজন নিহত হয়েছেন। বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২২ মার্চ) দ্বিতীয় দফার ইসরায়েলি হামলায় টায়ারের দক্ষিণ-পূর্বের ক্লাইলে এলাকায় চারজন আহত হয়েছে। এর আগে শনিবার সকালে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম সতর্ক করে বলেন, তার দেশ ‘নতুন এক যুদ্ধে’ জড়িয়ে পড়তে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

লেবানন সরকার ও স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবারের এই হামলাগুলো ইসরায়েলের একটি বড় ধরনের সামরিক তৎপরতা নির্দেশ করে। টায়ার দক্ষিণ লেবাননের অন্যতম বৃহত্তম শহর। এছাড়া টায়ারের দক্ষিণ-পূর্বে জিবকিন এলাকায়ও আরেকটি হামলার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তারা হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফার হামলা চালাচ্ছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দক্ষিণ সীমান্তে ইসরায়েলের নতুন সামরিক অভিযান লেবানন ও লেবাননের জনগণের জন্য বিপর্যয় ডেকে আনবে।’ কারণ ইসরায়েলের কয়েক ডজন বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণের তুলাইন এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। প্রাথমিক হামলায় ১১ জন আহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সীমান্ত থেকে প্রায় ৬ কিমি উত্তরে একটি এলাকা থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা তারা আটকাতে সক্ষম হয়।

এরপর ইসরায়েল দাবি করেছে যে তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলে চালানো সাম্প্রতিক রকেট হামলার সাথে জড়িত নয়।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল অযৌক্তিক অজুহাত সৃষ্টি করে নতুন করে হামলা চালানোর সুযোগ নিচ্ছে।

তারা আরও জানিয়েছে যে, তারা ২০২৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ওই চুক্তি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরের যুদ্ধ বন্ধ করেছিল।

লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মিশেল মেনাসা বলেছেন, লেবাননের সেনাবাহিনী রকেট হামলার পরিস্থিতি তদন্ত শুরু করেছে। তিনি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন ‘ইসরায়েলকে এর অব্যাহত লঙ্ঘন ও ভিত্তিহীন অজুহাতে হামলা থেকে বিরত রাখে।’

/এস/
সম্পর্কিত
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
সর্বশেষ খবর
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী