X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ইয়েমেনে ৪০টির বেশি হুথি নিশানায় মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ২৩:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২৩:৩৭

ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ৪০টির বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ভোরে রাজধানী সানাসহ সাদা, মারিব, আল-জাওফ ও হুদায়দাহ প্রদেশে এই হামলা চালানো হয়। হুথি-সমর্থিত আল মাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এতে একাধিক বাসাবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং সানার উত্তরে আমরান এলাকার পার্বত্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আল মাসিরার বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলায় দেশজুড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সানায় অন্তত একজন রয়েছেন। হামলার পর যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনও এই হামলার বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে হুথি নেতৃত্ব দাবি করেছে, এই বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের অবরোধের প্রতিবাদে হুথিরা সম্প্রতি লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছিল, যার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। 

ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গ বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিবৃতিতে বলেন, ইয়েমেনে পূর্ণাঙ্গ যুদ্ধ পুনরায় শুরু করা কারও স্বার্থের পক্ষে নয় এবং এটি অবশ্যই এড়াতে হবে।

তিনি সব পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে ইয়েমেনের জনগণের জন্য শান্তিপূর্ণ ও টেকসই সমাধান নিশ্চিত করা যায়। 

২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে। এতে অন্তত দুটি জাহাজ ডুবে গেছে, একটি জাহাজ দখল করা হয়েছে এবং চারজন নাবিক নিহত হয়েছে। এছাড়া হুথিরা ইসরায়েলের দিকে ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে অন্তত একজন নিহত হয়েছেন। 

ইয়েমেনে গত এক দশক ধরে চলা যুদ্ধে ইতোমধ্যে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং দেশটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। জাতিসংঘের মতে, ইয়েমেনের ৮০ শতাংশ জনগণ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’