X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গাজার ত্রাণ নিয়ন্ত্রণে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২৩:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২৩:৩৯

গাজায় মানবিক সহায়তা বণ্টন নিয়ন্ত্রণের ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি ক্যালরি ও আটার দানার হিসাব করে ত্রাণ সীমিত করা হবে, যা অগ্রহণযোগ্য ।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গুতেরেস বলেন, স্পষ্ট করে বলছি: মানবিক নীতিমালা—মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতা ও নিরপেক্ষতা—সম্পূর্ণরূপে মেনে না চলা কোনও ব্যবস্থায় আমরা অংশ নেব না।

গত ২ মার্চ থেকে ২১ লাখ বাসিন্দার এই ফিলিস্তিনি অঞ্চলে কোনও মানবিক সহায়তা পৌঁছায়নি। ইসরায়েল বলেছে, হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় সব ধরনের পণ্য প্রবেশে অনুমতি দেওয়া হবে না। 

ইসরায়েলের সামরিক সংস্থা কোগাট গত সপ্তাহে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সঙ্গে বৈঠক করে গাজার জন্য একটি কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ও সহায়তা প্রবেশ প্রক্রিয়ার প্রস্তাব করে। কোগাট এক বিবৃতিতে দাবি করে, এই ব্যবস্থা হামাসের হাতে ত্রাণ পৌঁছানো রোধ করবে। 

তবে গাজা ও পশ্চিম তীরের জন্য দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা জোনাথন হুইটল বলেছেন, ত্রাণ সরবরাহে বিচ্যুতির কোনও প্রমাণ নেই। 

দুই মাসের যুদ্ধবিরতির পর গত মাসে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ পুনরায় শুরু করে এবং সেনা মোতায়েন করে। গুতেরেস গাজাকে ‘হত্যাক্ষেত্র’ আখ্যা দিয়ে বলেন, গাজার জনগণ একটি অন্তহীন মৃত্যুচক্রে আবদ্ধ।

তিনি সব জিম্মির নিঃশর্ত মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় পূর্ণ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানান। গুতেরেস বলেন, অধিকৃত অঞ্চল হিসেবে আন্তর্জাতিক আইনে ইসরায়েলের দায়িত্ব রয়েছে—যার মধ্যে রয়েছে খাদ্য, চিকিৎসা ও জনস্বাস্থ্য নিশ্চিত করা। বর্তমানে এর কিছুই ঘটছে না। 

ইসরায়েল দাবি করে, তারা গাজায় কার্যকর নিয়ন্ত্রণ রাখে না, তাই অধিকৃত অঞ্চলের নিয়ম প্রযোজ্য নয়। 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫০ জনকে জিম্মি করার পর এই যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী,  হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি আগ্রাসনে থেকে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল