X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ২০:২৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২০:২৯

গাজায় নতুন যুদ্ধবিরতির জন্য আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করতে কোনও চুক্তি এখনও হয়নি বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে কাতারি প্রধানমন্ত্রী বলেন, বৃহস্পতিবারের বৈঠকে আগের তুলনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে এখনও মূল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। কীভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটানো যাবে, এটাই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু।

গত সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহায় এসে শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক যুদ্ধবিরতির প্রচেষ্টাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

সাম্প্রতিক আলোচনায় কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে তা স্পষ্ট করে বলেননি শেখ মোহাম্মদ। তিনি জানান, হামাস ও ইসরায়েল এখনও আলোচনার চূড়ান্ত লক্ষ্য নিয়ে মতানৈক্যে রয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, হামাস তাদের কাছে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি, তবে তার বিনিময়ে ইসরায়েলের গাজায় যুদ্ধ শেষ করতে হবে। অন্যদিকে, ইসরায়েল জিম্মিদের মুক্তি চাইলেও যুদ্ধ বন্ধের বিষয়ে কোনও সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে নারাজ।

তিনি বলেন, যখন পক্ষগুলোর মধ্যে একটি অভিন্ন লক্ষ্য থাকে না, তখন যুদ্ধের অবসানের সম্ভাবনাও খুব ক্ষীণ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও। তিনি জানান, হামাসের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের আলোচনায় ইঙ্গিত মিলেছে, গাজায় শুধু যুদ্ধবিরতি নয়, একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের পথেও হামাস আগ্রহ দেখাচ্ছে। এর মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টিও অন্তর্ভুক্ত।

গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবার অভিযান শুরু করে। জানুয়ারিতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর তারা জানায়, সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত হামাসের ওপর চাপ বজায় থাকবে। ধারণা করা হচ্ছে, এখনও ২৪ জনের মতো জিম্মি জীবিত আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েলের অভিযানে গাজায় এ পর্যন্ত ৫১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপগাজায় যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ সেনাদের প্রতিবাদ
এরদোয়ানকে অপমানের অভিযোগে তুরস্কে সুইডিশ সাংবাদিকের কারাদণ্ড
পহেলগামে হামলাকাশ্মীর নিয়ে পাকিস্তানি সেনাপ্রধানের পুরনো বক্তব্যে ভারতে ক্ষোভ
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট