X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৫, ১৯:৪৪আপডেট : ০২ মে ২০২৫, ১৯:৪৪

সিরিয়ার দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা রোধে ব্যর্থতার অভিযোগ এনে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা হয়। গত সপ্তাহে দ্রুজদের ওপর সহিংসতার ঘটনায় এটিই ইসরায়েলের দ্বিতীয় হামলা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার রূপান্তরিত সরকারকে স্পষ্ট বার্তা দিতেই এ হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পর এক বিবৃতিতে বলেছেন, এটি সিরিয়ার শাসকগোষ্ঠীর জন্য স্পষ্ট বার্তা—দামেস্কের দক্ষিণে সিরিয়ান বাহিনী মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের জন্য কোনও হুমকি আমরা সহ্য করব না।

গত সপ্তাহে সিরিয়ার সরকারপন্থি বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘাতে ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সিরিয়ার দ্রুজ আধ্যাত্মিক নেতা শেখ হিকমাত আল-হিজরি এ সহিংসতাকে ‘গণহত্যার প্রচেষ্টা’ বলে নিন্দা করেছেন। তিনি ‘সিরিয়ায় শান্তি রক্ষা ও এসব অপরাধ বন্ধে আন্তর্জাতিক বাহিনীর হস্তক্ষেপ’ চেয়েছেন। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা'র জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে ‘সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে আসার’ আহ্বান জানিয়েছেন।

ইসরায়েল সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ইদলিব থেকে আসা সন্ত্রাসী গোষ্ঠী’ বলে অভিহিত করে আসছে্।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এক টুইটে জাতীয় ঐক্যকেই দেশের স্থিতিশীলতা ও পুনর্গঠনের ভিত্তি বলে উল্লেখ করেন। তিনি লিখেছেন, যেকোনও অজুহাতে বহিঃহস্তক্ষেপের আহ্বান শুধু পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাবে।

গত ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীদের এক জোট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। আহমেদ আল-শারার নেতৃত্বে গঠিত নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সাম্প্রদায়িক সহিংসতা। 

গত মার্চে সিরিয়ার আলাউয়ি সম্প্রদায়ের ১ হাজার ৭০০-এর বেশি বেসামরিক লোককে হত্যার ঘটনায় উত্তাপ তৈরি হয়েছিল। আলাউয়িরা সিরিয়ার পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী এলাকায় বসবাস করে এবং ক্ষমতাচ্যুত আসাদও একই সম্প্রদায়ভুক্ত ছিলেন। 

দ্রুজরা শিয়া ইসলামের একটি শাখা, যাদের উৎপত্তি দশম শতাব্দীতে। তারা প্রধানত সিরিয়া, লেবানন ও ইসরায়েলে বাস করে। ইসরায়েলের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এবং অনেক দ্রুজ ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করেন। 

ইসরায়েলের এই হামলার পর সিরিয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া এই সংকটের শান্তিপূর্ণ সমাধান কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এএ/
সম্পর্কিত
গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন আলোচনা
ভুতুড়ে শিবিরে রূপ নিচ্ছে পশ্চিম তীরের ক্যাম্পগুলো
পাকিস্তানে তেল-গ্যাস অনুসন্ধান করবে তুরস্ক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো