X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

কুয়েতে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগে কড়াকড়ি

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৬, ১০:৩৯আপডেট : ১৬ জুন ২০১৬, ১৪:২৪
image

কুয়েত বাংলাদেশি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে কুয়েত। এখন থেকে এক একটি কুয়েতি পরিবার কেবল একজন করে বাংলাদেশি গৃহকর্মীকে স্পন্সর করার সুযোগ পাবে। প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে পারলেই কেবল গৃহকর্মী সরবরাহ করা হবে, তা না হলে একজন গৃহকর্মীও পাবেন না তারা।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবার বাংলাদেশি গৃহকর্মী নিয়োগের ব্যাপারে সেখানকার পরিবারগুলোর ওপর এমনই কড়াকড়ি আরোপ করা হয়েছে। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল আনবার বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে আরব টাইমস।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও জাতীয়তাবিষয়ক অ্যাসিসটেন্ট আন্ডারসেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ গৃহকর্মী নিয়োগে নতুন এক নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী যেসব পরিবার শর্ত পূরণ করবে তারা কেবল একজন বাংলাদেশি গৃহকর্মীকে স্পন্সর করতে পারবে। যে গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হবে তার থাকার ব্যবস্থা ওই পরিবারকেই করতে হবে। তাছাড়া যাকে নিয়োগ দেওয়া হবে তার বিরুদ্ধে পূর্বের কোনও অপরাধের রেকর্ড থাকা যাবে না।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্স অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মারাফি জানান, এ বছর ভিজিট ভিসা ইস্যু করার ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে। ভিক্ষাবৃত্তির প্রবণতা কমাতে প্রান্তিক পেশার মানুষের জন্য কোনও ভিসা ইস্যু করা হচ্ছে না বলে জানান তিনি।
কুয়েতে ২০০৮ সালে শ্রমিক ধর্মঘটসহ বাংলাদেশি শ্রমিকদের উচ্চ অপরাধের হারের কারণে শ্রমিক ভিসা স্থগিত ছিল। গত মার্চ মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান আল-ফাহাদ বাংলাদেশ সফর করেন। সে সময় কিছু নিরাপত্তা চুক্তিসহ বাংলাদেশি গৃহকর্মীদের জন্য কুয়েতে কাজের ক্ষেত্র উন্মুক্ত করার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। আর গত মে মাসে ২০ হাজার বাংলাদেশি গৃহকর্মীকে ওয়ার্ক পারমিট দেওয়ার ঘোষণা দেয় কুয়েত।

সূত্র: আরব টাইমস

/এফইউ/বিএ/

সম্পর্কিত
গাজার উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
ইসরায়েল ও হামাসকে আলোচনায় সক্রিয় রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, অবস্থা আশঙ্কাজনক
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, অবস্থা আশঙ্কাজনক
ফের হিট অ্যালার্ট জারি
ফের হিট অ্যালার্ট জারি
শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত
শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত
টিসিবির জন্য সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার
টিসিবির জন্য সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট